শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা !

  • আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

ডিভাইস মূল্যঃ

জিপি থ্রিজি পকেট রাউটার: খুচরা মূল্য ৩,৯৪৫ টাকা

জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা

ডাটা বান্ডেল অফারঃ

  • ১জিবি ডাটা ফ্রি! মেয়াদ ৭ দিন।
  • ৮জিবি প্যাকের সাথে ৮জিবি ভলিউম বোনাস ৯৫০ টাকায় (এসডি+ভ্যাট+এসসি ছাড়া) এবং এসডি+ভ্যাট+এসসিসহ এর মূল্য ১১৫৬.৬৩ টাকা।
  • ৮জিবি প্যাকের মেয়াদ ৩০ দিন ও বোনাস ৮জিবি ভলিউমের মেয়াদ ৭ দিন।
  • শুধুমাত্র নতুন জিপি থ্রিজি পকেট রাউটার (জেডটিই এমএফ৬৫এম) ও জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার – জেডটিই এমএফ ৭০এম ক্রয়ে সকল জিপি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের (পিসিও প্রোডাক্ট – জিপিপিপি, বিপিও, ভিপি ছাড়া) জন্য অফারটি প্রযোজ্য।

শর্তাবলী:

  • নতুন রাউটার কিনলে উক্ত গ্রাহক ক্যাম্পেইন বান্ডেল অফার প্রযোজ্য গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড হবেন। কোনো গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড না হলে ট্যাগিংয়ের জন্য ‘DR2’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে। অটো-ট্যাগিংয়ের জন্য কোনো চার্জ নেই।
  • ৮জিবি ইন্টারনেট প্যাক কিনতে ও ৮জিবি ইন্টারনেট বোনাস পেতে ‘Router1’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে।
  • ২ মাস যাবত ক্যাম্পেইন ট্যাগিং চলবে এবং গ্রাহক এসএমএস রেজিস্ট্রেশনের পর পরবর্তী ৬ মাসে সর্বোচ্চ ৬ বার এই হ্রাসকৃত মূল্যের ডাটা কিনতে পারবেন।
  • ক্যাম্পেইন শুরুর দিনের পর কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগড হলে, তিনি পরবর্তী ৬ মাস অফারটি উপভোগ করতে পারবেন।
  • একই গ্রাহক একাধিক সিম ট্যাগিংয়ের চেষ্টা করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে। প্রযোজ্য ডাটা খরচ করার সময় গ্রাহককে রাউটার + সিম বান্ডেল হিসেবে ব্যবহার করতে হবে।
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#
  • মেয়াদ থাকা অবস্থায় ভলিউম কোটা শেষ হওয়ার পর থেকে প্রতি ১০ কিলোবাইট-এর জন্য ২০০ টাকা পর্যন্ত ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য।
  • গ্রাহক কতবার অফারটি উপভোগ করেছেন, জানতে “Check Router1” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ইন্টারনেট অফারটি বন্ধ করতে Stop লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ৬ষ্ঠবারের মতো নেয়ার পর এই অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং অফারটি নেয়ার চেষ্টা একটি এসএমএস-এর মাধ্যমে বাতিল করা হবে।
  • কোনো অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়।
  • জেডটিই-এর বিক্রয় পরবর্তী সেবা পলিসি অনুযায়ী গ্রাহক বিক্রয়োত্তর সেবা পাবেন।
  • ১২১ নম্বরে ডায়াল করে গ্রাহক বিস্তারিত জেনে নিতে পারেন।
  • ক্যাম্পেইনটি ২৬ জানুয়ারী ২০১৭ পর্যন্ত চলবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা !

আপডেট সময় : ০১:০২:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭

ডিভাইস মূল্যঃ

জিপি থ্রিজি পকেট রাউটার: খুচরা মূল্য ৩,৯৪৫ টাকা

জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা

ডাটা বান্ডেল অফারঃ

  • ১জিবি ডাটা ফ্রি! মেয়াদ ৭ দিন।
  • ৮জিবি প্যাকের সাথে ৮জিবি ভলিউম বোনাস ৯৫০ টাকায় (এসডি+ভ্যাট+এসসি ছাড়া) এবং এসডি+ভ্যাট+এসসিসহ এর মূল্য ১১৫৬.৬৩ টাকা।
  • ৮জিবি প্যাকের মেয়াদ ৩০ দিন ও বোনাস ৮জিবি ভলিউমের মেয়াদ ৭ দিন।
  • শুধুমাত্র নতুন জিপি থ্রিজি পকেট রাউটার (জেডটিই এমএফ৬৫এম) ও জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার – জেডটিই এমএফ ৭০এম ক্রয়ে সকল জিপি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের (পিসিও প্রোডাক্ট – জিপিপিপি, বিপিও, ভিপি ছাড়া) জন্য অফারটি প্রযোজ্য।

শর্তাবলী:

  • নতুন রাউটার কিনলে উক্ত গ্রাহক ক্যাম্পেইন বান্ডেল অফার প্রযোজ্য গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড হবেন। কোনো গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড না হলে ট্যাগিংয়ের জন্য ‘DR2’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে। অটো-ট্যাগিংয়ের জন্য কোনো চার্জ নেই।
  • ৮জিবি ইন্টারনেট প্যাক কিনতে ও ৮জিবি ইন্টারনেট বোনাস পেতে ‘Router1’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে।
  • ২ মাস যাবত ক্যাম্পেইন ট্যাগিং চলবে এবং গ্রাহক এসএমএস রেজিস্ট্রেশনের পর পরবর্তী ৬ মাসে সর্বোচ্চ ৬ বার এই হ্রাসকৃত মূল্যের ডাটা কিনতে পারবেন।
  • ক্যাম্পেইন শুরুর দিনের পর কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগড হলে, তিনি পরবর্তী ৬ মাস অফারটি উপভোগ করতে পারবেন।
  • একই গ্রাহক একাধিক সিম ট্যাগিংয়ের চেষ্টা করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে। প্রযোজ্য ডাটা খরচ করার সময় গ্রাহককে রাউটার + সিম বান্ডেল হিসেবে ব্যবহার করতে হবে।
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#
  • মেয়াদ থাকা অবস্থায় ভলিউম কোটা শেষ হওয়ার পর থেকে প্রতি ১০ কিলোবাইট-এর জন্য ২০০ টাকা পর্যন্ত ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য।
  • গ্রাহক কতবার অফারটি উপভোগ করেছেন, জানতে “Check Router1” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ইন্টারনেট অফারটি বন্ধ করতে Stop লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ৬ষ্ঠবারের মতো নেয়ার পর এই অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং অফারটি নেয়ার চেষ্টা একটি এসএমএস-এর মাধ্যমে বাতিল করা হবে।
  • কোনো অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়।
  • জেডটিই-এর বিক্রয় পরবর্তী সেবা পলিসি অনুযায়ী গ্রাহক বিক্রয়োত্তর সেবা পাবেন।
  • ১২১ নম্বরে ডায়াল করে গ্রাহক বিস্তারিত জেনে নিতে পারেন।
  • ক্যাম্পেইনটি ২৬ জানুয়ারী ২০১৭ পর্যন্ত চলবে।