ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে জিহাদ হোসেন (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুু হয়েছে। সে কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ও একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে। বারপাখিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নাসির হুসাইন জানান, জিহাদ তাদের মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার রাতে গ্রামের মসজিদের মধ্যে জিহাদসহ ৫/৭ শিশু ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে বিষধর সাপে জিহাদ কে কামড় দেয়। সে সময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ, যশোর ও পরে খুলনার নেওয়ার পথে সে মারা যায়। শিশু জিহাদের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত জিহাদের পিতা আশরাফ হোসেন জানায়, দীর্ঘ ২২ বছর পর জিহাদের জন্ম হয়। সে বাবা মার একমাত্র সন্তান। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সোমবার
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ