আড়াই কোটি সরকারি নথি চুরি, গ্রেফতার চীনা হ্যাকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই কোটির বেশি সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করার দায়ে এক চীনা হ্যাকার উ পিংগ্যাং’কে গ্রেফতার করা হয়েছে। ‘গোল্ডসান’ নামে একটি সাইট চালায় পিংগ্যাং।

শুধু সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্যই নয়, তার হ্যাকিংয়ের তালিকায় রয়েছে আমেরিকার কয়েকটি বড় মাপের বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্যও। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পিংগ্যাংকে গ্রেফতার করে এফবিআই।

তদন্তে উঠে এসেছে সাকুলা নামে একটি কম্পিউটার ভাইরাসের মাধ্যমে OPM-এর কম্পিউটার হ্যাক করত পিংগ্যাং। তারপর সেখান থেকে কর্মীদের আঙুলের ছাপ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ আরও গুরুত্বপূর্ণ নথি জোগাড় করত সে। এমনকি কিছু ক্ষেত্রে অত্যন্ত গোপন নথিও হাতে পেয়েছিল পিংগ্যাং।

আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লসঅ্যাঞ্জেলস এয়ারপোর্টে নামা মাত্রই গ্রেফতার করা হয় পিংগ্যাংকে। চলছে জিজ্ঞাসাবাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়াই কোটি সরকারি নথি চুরি, গ্রেফতার চীনা হ্যাকার !

আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই কোটির বেশি সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করার দায়ে এক চীনা হ্যাকার উ পিংগ্যাং’কে গ্রেফতার করা হয়েছে। ‘গোল্ডসান’ নামে একটি সাইট চালায় পিংগ্যাং।

শুধু সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্যই নয়, তার হ্যাকিংয়ের তালিকায় রয়েছে আমেরিকার কয়েকটি বড় মাপের বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্যও। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পিংগ্যাংকে গ্রেফতার করে এফবিআই।

তদন্তে উঠে এসেছে সাকুলা নামে একটি কম্পিউটার ভাইরাসের মাধ্যমে OPM-এর কম্পিউটার হ্যাক করত পিংগ্যাং। তারপর সেখান থেকে কর্মীদের আঙুলের ছাপ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ আরও গুরুত্বপূর্ণ নথি জোগাড় করত সে। এমনকি কিছু ক্ষেত্রে অত্যন্ত গোপন নথিও হাতে পেয়েছিল পিংগ্যাং।

আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লসঅ্যাঞ্জেলস এয়ারপোর্টে নামা মাত্রই গ্রেফতার করা হয় পিংগ্যাংকে। চলছে জিজ্ঞাসাবাদ।