নিউজ ডেস্ক:
জাতীয় শোক দিবস উপলক্ষে জাপানের টোকিও’র কিতা ওয়ার্ডের হোকতোপিয়া হলে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক লীগের জাপান শাখা।
রবিবার আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ।
আর প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন জাপান শাখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুর লাল, সালেহ মোহাম্মদ আরিফ ও খন্দকার আসলাম হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী সাইফর রহমান লিটন, ড. শাহরিয়ার সামস শামীম, মির্জা মাহবুব হাসান প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি বাইবেল, ত্রিপিটক পাঠ ও মোনাজাতের মাধ্যমে শোক সভার শুরু করা হয়।
সভার সভাপতিত্ব করেন মো. শাহ আলম মোল্লা, এবং সঞ্চালনের দায়িত্বে ছিলেন সাকুরা মাসুদ। সভায় তিন বছরের জন্য একটি কমিটি ঘোষণা করা হয়।