রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা Logo ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী Logo ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত Logo সাতক্ষীরায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল Logo সাংবাদিকদের পাশে থাকবে সরকার: ন্যায়বিচারের আশ্বাস Logo প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস Logo হাদি হত্যা ও হামলা-ভাঙচুর; জাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা

সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে তা রাজনৈতিক: তোফায়েল আহমেদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই রায় নিয়ে কোন কথা নাই, এই রায়ের যে পর্যবেক্ষণ, সেটা একটা রাজনৈতিক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

যে পর্যবেক্ষণ বিএনপিকে উল্লাসিত করছে। তবে তাদের উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই।

গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স।

তোফায়েল আহমেদ বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ কোন কথা বলে নাই, বিএনপি প্রথম বলেছিল। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকারের লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। তখন আমরা কথা বলতে শুরু করেছি।

বাংলাদেশ দুই ভাগে বিভক্ত উল্লেখ করে তোফায়েল বলেন, যারা টকশো’তে কথা বলে তারা কারা? বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ আর একদিকে এন্টি আওয়ামী লীগ। যারা দলচ্যুত, যারা নীতিহীন তারা গিয়ে বিভিন্ন রকম কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করে রেখে গেছেন। তার কন্যা সেই স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার হত না, যুদ্ধাপরাধীদের বিচার হত না, সমুদ্রসীমা, স্থল সীমান্ত নির্ধারণ হত না, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হত না।

সাইফুজ্জামান শিখর বলেন, বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের বীজ বপিত হচ্ছে। একজন শপথ নিয়ে শপথ ভঙ্গ করে এখতিয়ার বহির্ভূত কিছু কথা বলেছেন। সেটাকে পুঁজি করে সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা হচ্ছে।

সাইফুর রহমান সোহাগ বলেন, পলাতক খুনিদের দোসররা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে।

সভায় ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনকারীদের বিষয়ে দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান জাকির হোসাইন।

আবিদ আল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও তার কার্যক্রম ছাত্রলীগকে ধারণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু আলোচনা নয় তাঁকে বুকে ধারণ করতে হবে। তাহলেই আমরা সঠিক পথ ধরে এগিয়ে যেতে পারবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক

সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে তা রাজনৈতিক: তোফায়েল আহমেদ !

আপডেট সময় : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই রায় নিয়ে কোন কথা নাই, এই রায়ের যে পর্যবেক্ষণ, সেটা একটা রাজনৈতিক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

যে পর্যবেক্ষণ বিএনপিকে উল্লাসিত করছে। তবে তাদের উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই।

গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স।

তোফায়েল আহমেদ বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ কোন কথা বলে নাই, বিএনপি প্রথম বলেছিল। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকারের লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। তখন আমরা কথা বলতে শুরু করেছি।

বাংলাদেশ দুই ভাগে বিভক্ত উল্লেখ করে তোফায়েল বলেন, যারা টকশো’তে কথা বলে তারা কারা? বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ আর একদিকে এন্টি আওয়ামী লীগ। যারা দলচ্যুত, যারা নীতিহীন তারা গিয়ে বিভিন্ন রকম কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করে রেখে গেছেন। তার কন্যা সেই স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার হত না, যুদ্ধাপরাধীদের বিচার হত না, সমুদ্রসীমা, স্থল সীমান্ত নির্ধারণ হত না, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হত না।

সাইফুজ্জামান শিখর বলেন, বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের বীজ বপিত হচ্ছে। একজন শপথ নিয়ে শপথ ভঙ্গ করে এখতিয়ার বহির্ভূত কিছু কথা বলেছেন। সেটাকে পুঁজি করে সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা হচ্ছে।

সাইফুর রহমান সোহাগ বলেন, পলাতক খুনিদের দোসররা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে।

সভায় ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনকারীদের বিষয়ে দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান জাকির হোসাইন।

আবিদ আল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও তার কার্যক্রম ছাত্রলীগকে ধারণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু আলোচনা নয় তাঁকে বুকে ধারণ করতে হবে। তাহলেই আমরা সঠিক পথ ধরে এগিয়ে যেতে পারবো।