শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

শাহীনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন: এনামুল হক শামীম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে কুপিয়ে আহত করা শিবির নেতাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ছাত্রলীগের প্রতি নির্দেশ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে দেখতে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও একেএম এনামুল হক শামীম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ সময় তাদের সঙ্গে ছিলেন। তারা আহত ছাত্রলীগ কর্মীর শয্যার পাশে দীর্ঘ সময় ছিলেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীনের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ নিতে বলেছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতাদের প্রতি এমন বীভর্ষ নারকীয় তাণ্ডব কোনভাবেই মেনে নেওয়া হবে না। যেখানেই জামায়াত-শিবির সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি হামলাকারী শিবির কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন, ছাত্রলীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ছাত্রলীগ এখন পর্যান্ত আইন হাতে তুলে নেয়নি। কিন্তু ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও হামলাকারী শিবির নেতাকর্মীরা গ্রেফতার হয়নি। এটা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করুন। আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, আহত ছাত্রলীগ কর্মীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে যেখানেই ছাত্র শিবির পাওয়া যাবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে। এই চক্র দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তাদের বাঙলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, এর মধ্যে গ্রেফতার না হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেবে। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জানে কীভাবে জবাব দিতে হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

শাহীনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন: এনামুল হক শামীম !

আপডেট সময় : ০৬:০৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে কুপিয়ে আহত করা শিবির নেতাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ছাত্রলীগের প্রতি নির্দেশ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে দেখতে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও একেএম এনামুল হক শামীম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ সময় তাদের সঙ্গে ছিলেন। তারা আহত ছাত্রলীগ কর্মীর শয্যার পাশে দীর্ঘ সময় ছিলেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীনের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ নিতে বলেছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতাদের প্রতি এমন বীভর্ষ নারকীয় তাণ্ডব কোনভাবেই মেনে নেওয়া হবে না। যেখানেই জামায়াত-শিবির সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি হামলাকারী শিবির কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন, ছাত্রলীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ছাত্রলীগ এখন পর্যান্ত আইন হাতে তুলে নেয়নি। কিন্তু ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও হামলাকারী শিবির নেতাকর্মীরা গ্রেফতার হয়নি। এটা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করুন। আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, আহত ছাত্রলীগ কর্মীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে যেখানেই ছাত্র শিবির পাওয়া যাবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে। এই চক্র দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তাদের বাঙলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, এর মধ্যে গ্রেফতার না হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেবে। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জানে কীভাবে জবাব দিতে হয়।