মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি জোহর’র নির্বাচন সম্পন্ন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ কমিউনিটি অব জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সভাপতি পদে সর্বাধিক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি তরিকুল ইসলাম রবিন পেয়েছেন ১১ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমদাদুল হক কনক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন এমজে আলম। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।

নব-নির্বাচিত সভাপতি এসএম আহমেদ বলেন, জোহর কমিউনিটির সার্বিক কল্যাণে সর্বদা কাজ করে যাবো। বিসিজেএমকে মালয়েশিয়াসহ বিশ্বের মাঝে একটি মডেল কমিউনিটি হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ।

সাবেক সভাপতি তরিকুল ইসলাম রবিন বলেন, আমি দীর্ঘ দুই বছর কমিউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার। কমিউনিটিকে এগিয়ে নিতে আমি নব-নির্বাচিত সভাপতিকে সর্বপ্রকার সহযোগিতা করবো।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৪২ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার রুহুল আমিন, আবুল হোসেন ও এমডি নুরুল ইসলাম কাজল।

২০১৫ সালের ২৬ মার্চ বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সংগঠনটির যাত্রা শুরু হয়। যা পরবর্তিতে জোহর বারুর বাংলাদেশ কমিউনিটি সাধারণ জনগণের কল্যাণে কাজ করে সুনাম অর্জন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি জোহর’র নির্বাচন সম্পন্ন !

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশ কমিউনিটি অব জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সভাপতি পদে সর্বাধিক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি তরিকুল ইসলাম রবিন পেয়েছেন ১১ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমদাদুল হক কনক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন এমজে আলম। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।

নব-নির্বাচিত সভাপতি এসএম আহমেদ বলেন, জোহর কমিউনিটির সার্বিক কল্যাণে সর্বদা কাজ করে যাবো। বিসিজেএমকে মালয়েশিয়াসহ বিশ্বের মাঝে একটি মডেল কমিউনিটি হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ।

সাবেক সভাপতি তরিকুল ইসলাম রবিন বলেন, আমি দীর্ঘ দুই বছর কমিউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার। কমিউনিটিকে এগিয়ে নিতে আমি নব-নির্বাচিত সভাপতিকে সর্বপ্রকার সহযোগিতা করবো।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৪২ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার রুহুল আমিন, আবুল হোসেন ও এমডি নুরুল ইসলাম কাজল।

২০১৫ সালের ২৬ মার্চ বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সংগঠনটির যাত্রা শুরু হয়। যা পরবর্তিতে জোহর বারুর বাংলাদেশ কমিউনিটি সাধারণ জনগণের কল্যাণে কাজ করে সুনাম অর্জন করে।