মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের নিজস্ব অফিস কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হোসেন। অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. ইয়ারুল ইসলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।
নব-নির্বাচিত কমিটিতে সদস্য হলেন যারা- সভাপতি পদে আব্দুল কমির সাধারণ সম্পাদক পদে নওশাদ আলী ,সহ-নভাপতি পদে নজরুল ইসলাম আনারস, সহ-সাধারণ সম্পাদক পদে শাজাহামাল বাবু, সাংগঠানিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে আব্দুল আজিজ, প্রচার সম্পাদক পদে লাবলু শেখ, দপ্তর সম্পাদক পদে মুত্তালেব শেখ, শ্রমিক কল্যান সম্পাদক পদে জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে খলিল শেখ এবং নির্বাহী সদস্য পদে মাজেদুল হক, মোমিন শেখ, আজমত আলী ও আজমাইল হোসেন।
সার্বিক সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী নিশান সাবের ও জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খাকছার আলী।
রবিবার
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ