মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জুলাই ৩৬ হল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলা চত্বরে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম শামছুল হক ছিদ্দিকী, হাউজ টিউটর প্রফেসর ড. খোন্দকার আরিফা আক্তারসহ হলটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পূর্বে হল প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর হলের প্রভোস্ট ও হাউজ টিউটর জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে হল থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তবাংলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তব্যে হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম শামছুল হক ছিদ্দিকী বলেন,
“বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের অনন্য স্মারক। শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও মর্যাদা সমুন্নত রাখা আমাদের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জুলাই ৩৬ হলের উদ্যোগে বিতর্ক, গান, কেরাত, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।






















































