আশুলিয়ার বন্ধ কারখানা আজ সোমবার খুলবে : বিজিএমইএ

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আশুলিয়ার ৫৯টি বন্ধ পোশাক কারখানাগুলো খুলে দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সাথে আগামীকাল সোমবার সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান।

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার ৫৯টি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে বেশ কিছু শ্রমিককে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বন্ধ ঘোষণার পর বিজিএমইএ বলেছিল শ্রমিকরা ভুল স্বীকার করলে কারখানা খুলে দেয়া হবে। আর না হলে বন্ধ থাকবে। বন্ধের সময়ের বেতন ভাতাও দেয়া হবে না। যদিও পরিস্থিতি সামাল দিতে বিজিএমইএ শ্রমিক মালিক ও সরকারি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

ট্যাগস :

আশুলিয়ার বন্ধ কারখানা আজ সোমবার খুলবে : বিজিএমইএ

আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

আশুলিয়ার ৫৯টি বন্ধ পোশাক কারখানাগুলো খুলে দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সাথে আগামীকাল সোমবার সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান।

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার ৫৯টি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে বেশ কিছু শ্রমিককে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বন্ধ ঘোষণার পর বিজিএমইএ বলেছিল শ্রমিকরা ভুল স্বীকার করলে কারখানা খুলে দেয়া হবে। আর না হলে বন্ধ থাকবে। বন্ধের সময়ের বেতন ভাতাও দেয়া হবে না। যদিও পরিস্থিতি সামাল দিতে বিজিএমইএ শ্রমিক মালিক ও সরকারি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল।