আসছে বিশ্বের প্রথম ‘স্কুইজেবল’ স্মার্টফোন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের বাজারে এইচটিসি ইউ১১ নামের স্মার্টফোন’র একটি মডেল আসছে। এর আগে তাইওয়ানের বাজারে ছাড়া হয় ফোনটি। সেখানে দাম ধরা হয়েছে ৭৪৯ ইউরো, বাংলাদেশি টাকায় ৬৭ হাজার টাকারও বেশি। এই ফোনটি কিন্তু অন্যান্য ফোনের মতো নয়। এর ধাতব দেহে চাপ প্রয়োগ করে বা টিপ দিয়ে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করা যাবে। তাই এটা তাইওয়ান টেক জায়ান্টের ‘স্কুইজেবল স্মার্টফোন’ বলে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলা হয়, ফোনটিতে ডুয়াল সিম কার্ড ব্যবহার করা যাবে। এটির ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ৬ জিবি র‍্যাম দেওয়া হবে। ইউ১১ চলবে অ্যান্ড্রয়েড ৭.১ নুগেটে।  ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি সুপার এলসিডি ডিসপ্লের নিরাপত্তা দেবে কর্নিং গরিলা গ্লাস ৫। ৬৪ জিবি স্টোরেজের জন্য রয়েছে ৪ জিবি র‍্যাম। আর ১২৮ জিবির জন্য ৬ জিবি র‍্যাম। এইচটিসি ইউ১১-তে রয়েছে এজ সেন্স ফিচার। এটা আপনাকে ক্যামেরা চালু করা, টেক্সট পাঠানো ইত্যাদি কাজগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে করতে দেবে। ধাতব দেহে নির্দিষ্ট পরিমাণ ও বিশেষ চাপ প্রয়োগের মাধ্যমে ই-মেইল পাঠানো হয় পছন্দের অ্যাপ ও গেম চালু করাও যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসছে বিশ্বের প্রথম ‘স্কুইজেবল’ স্মার্টফোন !

আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের বাজারে এইচটিসি ইউ১১ নামের স্মার্টফোন’র একটি মডেল আসছে। এর আগে তাইওয়ানের বাজারে ছাড়া হয় ফোনটি। সেখানে দাম ধরা হয়েছে ৭৪৯ ইউরো, বাংলাদেশি টাকায় ৬৭ হাজার টাকারও বেশি। এই ফোনটি কিন্তু অন্যান্য ফোনের মতো নয়। এর ধাতব দেহে চাপ প্রয়োগ করে বা টিপ দিয়ে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করা যাবে। তাই এটা তাইওয়ান টেক জায়ান্টের ‘স্কুইজেবল স্মার্টফোন’ বলে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলা হয়, ফোনটিতে ডুয়াল সিম কার্ড ব্যবহার করা যাবে। এটির ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ৬ জিবি র‍্যাম দেওয়া হবে। ইউ১১ চলবে অ্যান্ড্রয়েড ৭.১ নুগেটে।  ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি সুপার এলসিডি ডিসপ্লের নিরাপত্তা দেবে কর্নিং গরিলা গ্লাস ৫। ৬৪ জিবি স্টোরেজের জন্য রয়েছে ৪ জিবি র‍্যাম। আর ১২৮ জিবির জন্য ৬ জিবি র‍্যাম। এইচটিসি ইউ১১-তে রয়েছে এজ সেন্স ফিচার। এটা আপনাকে ক্যামেরা চালু করা, টেক্সট পাঠানো ইত্যাদি কাজগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে করতে দেবে। ধাতব দেহে নির্দিষ্ট পরিমাণ ও বিশেষ চাপ প্রয়োগের মাধ্যমে ই-মেইল পাঠানো হয় পছন্দের অ্যাপ ও গেম চালু করাও যাবে।