শিরোনাম :
Logo স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ Logo উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৯, চিকিৎসাধীন ৫৭: স্বাস্থ্য অধিদপ্তর Logo সন্ধ্যায় জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল Logo নতুন মামলায় ইনু, পলক ও মমতাজ গ্রেফতার Logo এনায়েতপুরে যমুনা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার Logo টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই Logo ইবি’র জুলাই ৩৬ হলের কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন ও তামান্না Logo বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির ক্লাবে যোগ দেবেন মেসি?

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় চলচিত্র জগতের সংজ্ঞাই পাল্টে দিয়েছে ‘বাহুবলী-২’। ছবি মুক্তির এক মাস পরও গোটা বিশ্বের বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে বাহুবলীর সিক্যুয়েল। আর সেই দৌলতেই প্রভাস এখন হয়ে উঠেছেন ঘরের ছেলে। বাহুবলীর মতো স্বামী চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন মহিলারা। তেমন স্বামী জুটলেও জুটতে পারে, কিন্তু স্বয়ং ‘বাহুবলী’কে আর পাওয়া যাবে না। কেন জানেন? কারণ শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ছবির নায়ক প্রভাস।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর সাফল্যের পর থেকেই গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তেলুগু ছবির অভিনেতা। ‘বাহুবলী-২’র পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ইদানিং প্রভাসের বিয়ে নিয়ে বেশ কিছু খবর শিরোনামে উঠে এসেছে।

তবে প্রতিবারই দক্ষিণী তারকা জানিয়েছেন, সেসব খবর নেহাতই গুজব। আর এবার সামনে এল একটি নতুন খবর। দক্ষিণী ছবির জগতে কান পাতলে শোনা যাচ্ছে, রাসি সিমেন্টস কোম্পানির মালিকের নাতনির সঙ্গে নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন প্রভাস। যদিও তিনি প্রভাসের বান্ধবী নন। শিল্পপতির পরিবারের তরফেই নাকি প্রভাসকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিল্পপতি ভূপতি রাজার পরিবার প্রভাসের উত্তরের।

অপেক্ষায় রয়েছেন। যদিও অভিনেতাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে ওই পরিবারের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে খবর সত্যি হলে যে লাখ লাখ মহিলা ফ্যানের মন ভেঙে যাবে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি শোনা গিয়েছিল, ‘বাহুবলী-২’র প্রভাসের বিপরীতে অভিনয় করা অনুষ্কা শেঠির সঙ্গেই নাকি ডেট করছেন দক্ষিণী ছবির হার্টথ্রব। অর্থাৎ অনস্ক্রিনের মতো ক্যামেরার পিছনেও বাহুবলী আপাতত মজে দেবসেনার প্রেমেই। এই সংবাদে খুশি হয়েছিলেন তাদের অনুগামীরাও।

রিল লাইফে তাদের রসায়ন এতই মন কেড়েছে, যে রিয়েল লাইফেও তাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখতে চান ভক্তরা। কিন্তু নতুন খবরে প্রভাসের বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। প্রভাস অবশ্য নিজের বিয়ে নিয়ে মুখ খুলতে চান না।

কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল, প্রায় দুই বছর পর তার উত্তর মিলেছে। কিন্তু বড় পর্দার অমরেন্দ্র বাহুবলীর গলায় কে শেষমেশ মালা পরাবেন, সে উত্তর কি শিগগিরই মিলবে ?

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস !

আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতীয় চলচিত্র জগতের সংজ্ঞাই পাল্টে দিয়েছে ‘বাহুবলী-২’। ছবি মুক্তির এক মাস পরও গোটা বিশ্বের বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে বাহুবলীর সিক্যুয়েল। আর সেই দৌলতেই প্রভাস এখন হয়ে উঠেছেন ঘরের ছেলে। বাহুবলীর মতো স্বামী চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন মহিলারা। তেমন স্বামী জুটলেও জুটতে পারে, কিন্তু স্বয়ং ‘বাহুবলী’কে আর পাওয়া যাবে না। কেন জানেন? কারণ শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ছবির নায়ক প্রভাস।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর সাফল্যের পর থেকেই গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তেলুগু ছবির অভিনেতা। ‘বাহুবলী-২’র পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ইদানিং প্রভাসের বিয়ে নিয়ে বেশ কিছু খবর শিরোনামে উঠে এসেছে।

তবে প্রতিবারই দক্ষিণী তারকা জানিয়েছেন, সেসব খবর নেহাতই গুজব। আর এবার সামনে এল একটি নতুন খবর। দক্ষিণী ছবির জগতে কান পাতলে শোনা যাচ্ছে, রাসি সিমেন্টস কোম্পানির মালিকের নাতনির সঙ্গে নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন প্রভাস। যদিও তিনি প্রভাসের বান্ধবী নন। শিল্পপতির পরিবারের তরফেই নাকি প্রভাসকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিল্পপতি ভূপতি রাজার পরিবার প্রভাসের উত্তরের।

অপেক্ষায় রয়েছেন। যদিও অভিনেতাকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে ওই পরিবারের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে খবর সত্যি হলে যে লাখ লাখ মহিলা ফ্যানের মন ভেঙে যাবে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি শোনা গিয়েছিল, ‘বাহুবলী-২’র প্রভাসের বিপরীতে অভিনয় করা অনুষ্কা শেঠির সঙ্গেই নাকি ডেট করছেন দক্ষিণী ছবির হার্টথ্রব। অর্থাৎ অনস্ক্রিনের মতো ক্যামেরার পিছনেও বাহুবলী আপাতত মজে দেবসেনার প্রেমেই। এই সংবাদে খুশি হয়েছিলেন তাদের অনুগামীরাও।

রিল লাইফে তাদের রসায়ন এতই মন কেড়েছে, যে রিয়েল লাইফেও তাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখতে চান ভক্তরা। কিন্তু নতুন খবরে প্রভাসের বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। প্রভাস অবশ্য নিজের বিয়ে নিয়ে মুখ খুলতে চান না।

কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল, প্রায় দুই বছর পর তার উত্তর মিলেছে। কিন্তু বড় পর্দার অমরেন্দ্র বাহুবলীর গলায় কে শেষমেশ মালা পরাবেন, সে উত্তর কি শিগগিরই মিলবে ?