শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখার কিছু সহজ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৭:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা সাধারণত ঘর পরিষ্কার করতে কিংবা ঘর সাজাতেই সবসময় ব্যস্ত থাকি। বাথরুমের দিকে খুব একটা লক্ষ্য করা হয়ে উঠে না। কিন্তু বাথরুমের মাধ্যমেই একজন মানুষের নান্দনিক রুচির প্রকাশ পায়। আর সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্গন্ধ। যার জন্য অনেক সময় পড়তে হয় লজ্জায়। তবে এর সমাধান আছে। কিছু সহজ উপায়েই বাথরুমের দুর্গন্ধ দূর করা সম্ভব। জেনে নিন সেই উপায়গুলো।

১। মোমবাতি রাখুন
ছোট একটি সুগন্ধি মোমবাতি বাথরুমে রাখুন। এটি বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে। তবে খুব কড়া গন্ধের মোমবাতি ব্যবহার করবেন না।

২। রুম ফ্রেশনার ব্যবহার করুন
বাথরুমের দুর্গন্ধ দূর করার খুব সহজ একটি উপায় হলো রুম ফ্রেশনার। আপনি রুমের যে ফ্রেশনারটা ব্যবহার করেন সেটি বাথরুমেও ব্যবহার করতে পারেন।  রুম ফ্রেশনার দিয়ে বাথরুমে স্প্রে করে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ গায়েব হয়ে যাবে।

৩। বাথরুমকে শুকনো রাখুন  
ভেজা স্যাঁতস্যাঁত বাথরুম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই বাথরুমের মেঝে শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুম পরিষ্কারের পরে দরজাটা খোলা রাখুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে মেঝে শুকিয়ে গেছে।

৪। বেকিং পাউডারের ব্যবহার
আপনার কমোডের দুর্গন্ধ দূর করার পাশাপাশি কমোডকে নতুনের মত সাদা করে দেবে বেকিং পাউডার। প্রথমে কমোডটি ফ্ল্যাশ করে নিন। এরপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। ১ ঘন্টা পর ফ্ল্যাশ করে ফেলুন। আপনার কমডের দাগ দূর হওয়ার সাথে সাথে কমোডের দুর্গন্ধও হাওয়া হয়ে যাবে।

৫। বাথরুমের জানলাটা খোলা রাখুন
বাথরুমের জানলাটা খোলা রাখার চেষ্টা করুন। সারাক্ষণ না হোক দিনের কিছু সময় জানলাটা খোলা রাখুন। এটি বাথরুমের গন্ধটা দূর করে দিয়ে বাথরুমে বাতাস চলাচল বাজায় রাখবে।

৬। বাথরুম নিয়মিত পরিষ্কার করুন
নিয়মিত বাথরুম পরিষ্কার না রাখলে এর গন্ধ আবার ফিরে আসবে। তাই বাথরুম নিয়মিত পরিষ্কার করুন। বাথরুমের বেসিন, কমোড, টাইলস ইত্যাদি পরিষ্কার রাখুন।

৭। ভিনেগার
অনেকের বাথরুমে ধূমপান করার অভ্যাস রয়েছে। বাথরুম একটি বদ্ধ জায়গা ফলে এখানে সিগারেটের ধোঁয়ার গন্ধটা দীর্ঘ সময় স্থায়ী হয়। একটি টাওয়ালে ভিনেগার মিশিয়ে বাথরুমে ঝুলিয়ে রেখে দিন। ভিনেগার বাথরুমের দুর্গন্ধকে আস্তে আস্তে শুষে নিয়ে বাথরুমকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

সূত্র: বোল্ডস্কাই

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখার কিছু সহজ উপায় !

আপডেট সময় : ০২:৫৭:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আমরা সাধারণত ঘর পরিষ্কার করতে কিংবা ঘর সাজাতেই সবসময় ব্যস্ত থাকি। বাথরুমের দিকে খুব একটা লক্ষ্য করা হয়ে উঠে না। কিন্তু বাথরুমের মাধ্যমেই একজন মানুষের নান্দনিক রুচির প্রকাশ পায়। আর সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্গন্ধ। যার জন্য অনেক সময় পড়তে হয় লজ্জায়। তবে এর সমাধান আছে। কিছু সহজ উপায়েই বাথরুমের দুর্গন্ধ দূর করা সম্ভব। জেনে নিন সেই উপায়গুলো।

১। মোমবাতি রাখুন
ছোট একটি সুগন্ধি মোমবাতি বাথরুমে রাখুন। এটি বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে। তবে খুব কড়া গন্ধের মোমবাতি ব্যবহার করবেন না।

২। রুম ফ্রেশনার ব্যবহার করুন
বাথরুমের দুর্গন্ধ দূর করার খুব সহজ একটি উপায় হলো রুম ফ্রেশনার। আপনি রুমের যে ফ্রেশনারটা ব্যবহার করেন সেটি বাথরুমেও ব্যবহার করতে পারেন।  রুম ফ্রেশনার দিয়ে বাথরুমে স্প্রে করে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ গায়েব হয়ে যাবে।

৩। বাথরুমকে শুকনো রাখুন  
ভেজা স্যাঁতস্যাঁত বাথরুম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই বাথরুমের মেঝে শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুম পরিষ্কারের পরে দরজাটা খোলা রাখুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে মেঝে শুকিয়ে গেছে।

৪। বেকিং পাউডারের ব্যবহার
আপনার কমোডের দুর্গন্ধ দূর করার পাশাপাশি কমোডকে নতুনের মত সাদা করে দেবে বেকিং পাউডার। প্রথমে কমোডটি ফ্ল্যাশ করে নিন। এরপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। ১ ঘন্টা পর ফ্ল্যাশ করে ফেলুন। আপনার কমডের দাগ দূর হওয়ার সাথে সাথে কমোডের দুর্গন্ধও হাওয়া হয়ে যাবে।

৫। বাথরুমের জানলাটা খোলা রাখুন
বাথরুমের জানলাটা খোলা রাখার চেষ্টা করুন। সারাক্ষণ না হোক দিনের কিছু সময় জানলাটা খোলা রাখুন। এটি বাথরুমের গন্ধটা দূর করে দিয়ে বাথরুমে বাতাস চলাচল বাজায় রাখবে।

৬। বাথরুম নিয়মিত পরিষ্কার করুন
নিয়মিত বাথরুম পরিষ্কার না রাখলে এর গন্ধ আবার ফিরে আসবে। তাই বাথরুম নিয়মিত পরিষ্কার করুন। বাথরুমের বেসিন, কমোড, টাইলস ইত্যাদি পরিষ্কার রাখুন।

৭। ভিনেগার
অনেকের বাথরুমে ধূমপান করার অভ্যাস রয়েছে। বাথরুম একটি বদ্ধ জায়গা ফলে এখানে সিগারেটের ধোঁয়ার গন্ধটা দীর্ঘ সময় স্থায়ী হয়। একটি টাওয়ালে ভিনেগার মিশিয়ে বাথরুমে ঝুলিয়ে রেখে দিন। ভিনেগার বাথরুমের দুর্গন্ধকে আস্তে আস্তে শুষে নিয়ে বাথরুমকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

সূত্র: বোল্ডস্কাই