শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

  • আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.