রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা Logo ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

  • আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.