নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযান চালাচ্ছে সোয়াত টিম।
গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান শুরুর পর থেকে ওই এলাকায় গুলির মুহুর্মুহু শব্দ শোনা যাচ্ছে। একবার বিষ্ফোরণের শব্দও পাওয়া গেছে। পুলিশ ওই বাড়িটি ভোর ৫টা থেকে ঘিরে রাখার পর বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সেখানে সোয়াত পৌঁছায়। এরপর সন্ধ্যা ৬টা থেকে এই অভিযান শুরু করে তারা।
সোয়াত বাহিনী জঙ্গি সন্দেহে জিম্মি আবু মোল্লার মাকে ওই বাড়িতে থাকা দু’টি শিশু উদ্ধারের জন্য ভিতরে পাঠায়। কিন্তু আবু মোল্লা ও তার স্ত্রী শিশু দু’টিকে ফেরত দেয়নি। আবুর মা ফিরে আসার পর অভিযান শুরু করে সোয়াত। ঘটনাস্থলে বর্তমানে কাউন্টার টেরোরিজম, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সদস্য মোতায়েন রয়েছে।
ঘটনাস্থল ঘিরে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, জেনারেটর মোতায়েন রাখা হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ধারা জারি করা হয়েছে বলে মাইকে প্রচার করা হচ্ছে।