মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
খবর পাওয়ার পরপরই চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীর সংগ্রামী জীবনের স্মৃতি আবেগভরে স্মরণ করেন।
জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
চাঁদপুর জেলা বিএনপি জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হবে।























































