মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিত প্রাণ Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক বইতে স্বাক্ষরসহ কর্মসূচি Logo সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেপ্তার মাগফুর Logo তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা Logo খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক Logo আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান Logo বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক Logo ২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছে ১১ লাখ ১৬ হাজারের বেশি কর্মী, রেমিট্যান্স এসেছে ১৫,৭৯১ মিলিয়ন ডলার Logo চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক বইতে স্বাক্ষরসহ কর্মসূচি

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

খবর পাওয়ার পরপরই চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীর সংগ্রামী জীবনের স্মৃতি আবেগভরে স্মরণ করেন।

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

চাঁদপুর জেলা বিএনপি জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিত প্রাণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক বইতে স্বাক্ষরসহ কর্মসূচি

আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

খবর পাওয়ার পরপরই চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীর সংগ্রামী জীবনের স্মৃতি আবেগভরে স্মরণ করেন।

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

চাঁদপুর জেলা বিএনপি জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হবে।