কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ডিগ্রি অর্জনের আগেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উপার্জনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে “আর্ন হোয়াইল ইউ লার্ন: ক্যারিয়ার বিফোর ডিগ্রি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইমা আফরিন সাদিয়া। আলোচক হিসেবে ছিলেন মেক্সেমি’র প্রতিষ্ঠাতা এবং সিইও মো. মেহেদি হাসান, গ্রাফিক ডিজাইনার এবং ক্রিয়েটিভ ভিজুয়াল স্ট্র্যাটেজিস্ট ফজলে রাব্বি সরকার। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন মিয়াকি-এর ব্যবস্থাপনা সার্ভিসের প্রধান মো. আলতামিস নাবিল, মিয়াকি-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হাসান, এনএসডিএ লেভেল সিক্স সার্টিফিকেট ট্রেনার আশেকুল ইসলাম তানজিল, নীলাভ্রা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এবং মেক্সেমি’র অপারেশন অফিসার সাইফুল ইসলাম, ভয়েস অব ঢাকা’র প্রতিষ্ঠাতা রওশান তাইয়েন এবং মিয়াকি-এর সিনিয়র ম্যানেজার ও ঢাকা উত্তর-পশ্চিম রোটার্যাক্ট ক্লাবের সেক্রেটারি সাহেদ সাদ উল্লাহ।
আলোচকগণ ব্যবসায় উদ্যোগ এবং কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন এবং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস, এআই দিয়ে ইমেজ তৈরি, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি তৈরিতে এআই-এর ব্যবহার নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, সেমিনারটিতে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারটির হেড অব অর্গানাইজার মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. রিদওয়ানুল ইসলাম বলেন, “আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমাদের মাথায় প্রথম যে চিন্তাটি আসে সেটি হলো কিভাবে একটা মানুষ ইনকাম করতে পারে ও নিজের খরচ কিভাবে নিজেই বহন করতে পারে। এ কথা চিন্তা করে অনেকে ভাবে কিভাবে অনলাইনে ইনকাম করবে। তারা যেন এই ক্ষেত্রে প্রপার রোডম্যাপ পায় তাই আমরা এ কোর্সটি ডিজাইন করেছি। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদির উপর একটা প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে। আজকের সেমিনারে আমাদের সহযোগিতা করেছে মেক্সেমি, বিডিঅ্যাপস ও রোটার্যাক্ট ক্লাব।”
উল্লেখ্য, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘মেক্সেমি’-র সৌজন্যে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাব ও বিডিঅ্যাপসের সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়।

















































