খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মারুফ বিল্লাহ মলম পার্টির খপ্পরে পড়ে ল্যাপটপ কেনার জন্য জমানো ৪১ হাজার ৫০০ টাকা হারিয়েছেন। এক বছর ধরে বৃত্তি, খাতা দেখা ও টিউশনের টাকায় সঞ্চিত অর্থটি ছিল তাঁর পড়াশোনার প্রয়োজনে ল্যাপটপ ক্রয়ের জন্য নির্ধারিত।
গত বৃহস্পতিবার  (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।  ঘটনার পর খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে কাজ করছে।
ভুক্তভোগী মারুফ বিল্লাহ জানান, “ গত বৃহস্পতিবার বিকেলে ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে হল রোডে ফিরে রুম থেকে টাকা নিয়ে বের হই ঢাকায় এক সিনিয়র ভাইকে পাঠাবো ল্যাপটপ কেনার জন্য। গল্লামারী ব্রিজ পার হয়ে সেখানের ডাচ-বাংলা ব্যাংকের বুথে গিয়ে টাকা পাঠাতে পারিনি। পরে সিটি ব্যাংকের বুথে ডাক বাংলা যাওয়ার জন্য একটি অটোতে উঠি। কিন্তু চালক আমাকে  সোনাডাঙ্গা নিয়ে যায়। সেখানে গিয়ে তার (অটো চালক) আরেকটি ‘পরিচিত’ অটোতে  তুলে দেয়। এরপর রেলস্টেশনের গেটে পৌঁছে দুইজন যাত্রী ওঠে একজন পাশে, একজন সামনে বসে। তারপর থেকে কিছুই মনে নেই।”
সহপাঠীদের সূত্রে জানা যায়, খুলনার ফরাজীপাড়ার ফুলমার্কেট এলাকায় স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেয়। পরে সহপাঠী ও আত্মীয়রা তাঁকে উদ্ধার করে ময়লাপোতার সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক ঘণ্টা পর তাঁর জ্ঞান ফিরে আসে।
মারুফ আরও বলেন, “আমার এক বছরের কষ্টার্জিত টাকা এক মুহূর্তেই শেষ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে ল্যাপটপ খুব দরকার ছিল। আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি, ল্যাপটপ কেনার টাকা এভাবে চলে যাবে আমি বিশ্বাস করতে পারছি না এখনো।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, খুলনা নগরীতে এখন এসব ঘটনা বেড়েছে। আমরা প্রশাসনিকভাবে শহরের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো। কারণ, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত শহরে যেতে হয়। টিউশনসহ নানা কাজে তারা চলাফেরা করে। বিশেষভাবে গল্লামারী থেকে ময়লাপোতা এবং সোনাডাঙ্গা পর্যন্ত এত ক্রাউডি এলাকা ফলে এসব ঘটনা এই এলাকাতেই বেশি ঘটছে। তো, আমরা দেখবো বিষয়গুলি, যতটুকু সম্ভব শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ানো।
                           
            





















































