শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা Logo সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার Logo কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo পলাশবাড়ীতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক  Logo চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ Logo কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত স্থাপন Logo কমরেড আব্দুর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ Logo চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল

তাড়াশ যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৯:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখল চেষ্টার অভিযোগে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপল ছয়গাটি পুকুর পাড়ে সুফলভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সুফলভোগীরা জানান, গত ৫ আগস্টের পর মৎস্য কর্মকর্তা মসগুল আজাদের কাছে পুকুরটি লিজ নেওয়ার জন্য আবেদন করা হলে তিনি তাদের মাছ চাষ শুরু করতে বলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে দুটি গ্রুপ একত্রিত হয়ে প্রায় ৮০টি পরিবার পুকুরে মাছ চাষ শুরু করে।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করে বলেন, হঠাৎ যুবদল নেতা মাসুম ও শুকুর দলবল নিয়ে এসে পুকুরে পোনা মাছ ছেড়ে দাবি করেন এ পুকুর তাদের। একই সঙ্গে মাছ চাষ করতে হলে প্রতি পক্ষকে ২ লাখ টাকা দিতে হবে বলেও হুমকি দেন তারা। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রতিকার চাইতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম বলেন, সবাইকে জানিয়ে সুফলভোগীদের চার লাখ টাকা দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে থেকে টাকা দিয়ে চাষাবাদ করার নিয়ম না থাকলেও অনেকেই করছেন বলে আমরাও শুরু করেছি।

এ বিষয়ে শুকুর মির্জা বলেন, নিয়মানুযায়ী ৮০জন সুফলভোগীদের মধ্যে থেকে প্রকৃত ৩০জন ব্যক্তির নিকট অর্থ দিয়ে ওই পুকুরে চাষাবাদ করে আসছি। অবশিষ্ট ৫০ জনকে টাকা পরিশোধ করার কোন প্রশ্নই আসে না। তারপরেও তারা আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি সমাধানের জন্য তাদের নিয়ে কিছুদিন পর বসা হবে।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা

তাড়াশ যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:০৯:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখল চেষ্টার অভিযোগে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপল ছয়গাটি পুকুর পাড়ে সুফলভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সুফলভোগীরা জানান, গত ৫ আগস্টের পর মৎস্য কর্মকর্তা মসগুল আজাদের কাছে পুকুরটি লিজ নেওয়ার জন্য আবেদন করা হলে তিনি তাদের মাছ চাষ শুরু করতে বলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে দুটি গ্রুপ একত্রিত হয়ে প্রায় ৮০টি পরিবার পুকুরে মাছ চাষ শুরু করে।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করে বলেন, হঠাৎ যুবদল নেতা মাসুম ও শুকুর দলবল নিয়ে এসে পুকুরে পোনা মাছ ছেড়ে দাবি করেন এ পুকুর তাদের। একই সঙ্গে মাছ চাষ করতে হলে প্রতি পক্ষকে ২ লাখ টাকা দিতে হবে বলেও হুমকি দেন তারা। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রতিকার চাইতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম বলেন, সবাইকে জানিয়ে সুফলভোগীদের চার লাখ টাকা দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে থেকে টাকা দিয়ে চাষাবাদ করার নিয়ম না থাকলেও অনেকেই করছেন বলে আমরাও শুরু করেছি।

এ বিষয়ে শুকুর মির্জা বলেন, নিয়মানুযায়ী ৮০জন সুফলভোগীদের মধ্যে থেকে প্রকৃত ৩০জন ব্যক্তির নিকট অর্থ দিয়ে ওই পুকুরে চাষাবাদ করে আসছি। অবশিষ্ট ৫০ জনকে টাকা পরিশোধ করার কোন প্রশ্নই আসে না। তারপরেও তারা আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি সমাধানের জন্য তাদের নিয়ে কিছুদিন পর বসা হবে।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।