শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

শিক্ষার মান উন্নয়নে পালাখাল উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

শিক্ষার মান উন্নয়নে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার সকাল ১০টায় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। তবে শিক্ষার্থীরা যেন এর অপব্যবহার না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বাবা-মায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। একজন সুশিক্ষিত মানুষই সমাজ ও দেশের জন্য বড় সম্পদ।”
তিনি আরো বলেন, “শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে পাঠদান করেন, অভিভাবকেরা যদি সন্তানের পড়াশোনার প্রতি খেয়াল রাখেন এবং শিক্ষার্থীরা যদি নিয়মিত অধ্যবসায়ী হয়— তবে শিক্ষার মান অবশ্যই উন্নত হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে চরিত্র গঠনের জায়গা। তাই এখানে শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ।

এছাড়াও পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক কামাল হোসেন, নবীর হোসেন, সুজন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়নে পালাখাল উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

আপডেট সময় : ১২:৪৫:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

শিক্ষার মান উন্নয়নে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার সকাল ১০টায় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। তবে শিক্ষার্থীরা যেন এর অপব্যবহার না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বাবা-মায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। একজন সুশিক্ষিত মানুষই সমাজ ও দেশের জন্য বড় সম্পদ।”
তিনি আরো বলেন, “শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে পাঠদান করেন, অভিভাবকেরা যদি সন্তানের পড়াশোনার প্রতি খেয়াল রাখেন এবং শিক্ষার্থীরা যদি নিয়মিত অধ্যবসায়ী হয়— তবে শিক্ষার মান অবশ্যই উন্নত হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে চরিত্র গঠনের জায়গা। তাই এখানে শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ।

এছাড়াও পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক কামাল হোসেন, নবীর হোসেন, সুজন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।