বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনের উদ্যোগে স্থানীয় একটি হেফাজত খানায় রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিকের অধিক শিক্ষার্থী ও আলেম-ওলামাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজ মিয়া ও শামীম মিয়া, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা সম্রাট আহম্মেদ সিহাব, এছাড়া জেলা ছাত্রদলের মিলন, শাকিব, হিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুরআন খতম শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।