রাজশাহীতে ধর্ষণ মামলার আসামী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

রাজশাহী, ১ জুলাই, ২০২৫(বাসস) : জেলার চারঘাট উপজেলা থেকে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) কে আটক করেছে র‌্যাব-৫।
আটককৃত যুবক রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী উপজেলার নাজমুল হোসেনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে তাকে নগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, ৭ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে পূর্ব থেকেই আসামী বুলবুল নানা রকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামত পুর গ্রামস্থ মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি’তে করে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যায়।

পরে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের পক্ষ থেকে জানতে পারে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বুলবুল। এরপর ২৬ জুন চারঘাট থানায় বুলবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল ৩০ জুন সন্ধ্যার আগ মুহূর্তে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বুলবুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামীকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামী আটক

আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

রাজশাহী, ১ জুলাই, ২০২৫(বাসস) : জেলার চারঘাট উপজেলা থেকে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) কে আটক করেছে র‌্যাব-৫।
আটককৃত যুবক রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী উপজেলার নাজমুল হোসেনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে তাকে নগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, ৭ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে পূর্ব থেকেই আসামী বুলবুল নানা রকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামত পুর গ্রামস্থ মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি’তে করে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যায়।

পরে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের পক্ষ থেকে জানতে পারে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বুলবুল। এরপর ২৬ জুন চারঘাট থানায় বুলবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল ৩০ জুন সন্ধ্যার আগ মুহূর্তে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বুলবুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামীকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।