ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২১ জুন) ডি ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বয়কারী প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভর্তির বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত যেসকল প্রয়োজনীয় নির্দেশনাবলী দেওয়া হয়েছে-
০১. ১ম মেধা তালিকা: গত ১১/০৫/২০২৫ ইং তারিখে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের “D” ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ ইং-এর ফলাফল ইতোমধ্যে অনলাইন এবং অফলাইনে প্রচারিত হয়েছে। উপর্যুক্ত ফলাফলের ভিত্তিতে ৩২০টি আসনের জন্য ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (মেধাক্রমানুসারে) সাক্ষাৎকার আগামী ২৯/০৬/২০২৫ ইং তারিখ থেকে ০১/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩টা) সময়ে অনুষদ ভবনের ৪র্থ তলায় “ডি” ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে ০৬/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
০২. ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোন পরীক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী ০৭-০৭-২০২৫ ইং হতে ০৯-০৭-২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে “ডি” ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে জমা দিতে হবে।
০৩. আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১৪-০৭-২০২৫ ইং হতে ১৫-০৭-২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ১০টা থেকে বিকাল ৩টা) সময়ে অনুষদ ভবনেন ৪র্থ তলায় “ডি” ইউনিটের সমন্বয়কারীর অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে আগামী ১৬/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
০৪. আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
০৫. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নোল্লিখিত কাগজপত্র অবশ্যই সাক্ষাৎকার সভায় উপস্থাপন করতে হবে।
ক. ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
গ. সদ্য তোলা আট (০৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
উল্লেখ্য, উপরোক্ত বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের ক্ষেত্রে ইউনিট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।