শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ৯

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুরে পাওনা টাকা চাওয়া ও জমিজমা দখল করাকে কেন্দ্র আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দফায় দফায় এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ মোট ৯ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৮ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করেছেন চিকিৎসক।

আজ বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে টেইপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন ওসি খালেদুর রহমান।

এক পক্ষের আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার অলোকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জিয়ারুল রহমান (৪৫), জিনারুলের ছেলে মাহাবুব হাসান মাসুম (১৪), মেয়ে সুমাইয়া খাতুন (১৮), স্ত্রী রাশিদা খাতুন (৩৫), একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৫), ইদ্রিস আলীর স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

অপর পক্ষের আহতরা হলেন, একই গ্রামের মৃত আবু তাহেরের আরেক ছেলে আব্দুল হালিম (৬৭), তার স্ত্রী মনোয়ারা খাতুন (৫০), এবং মেয়ে সাদিয়া খাতুন (২০)।

জানা গেছে, পৈতৃক জমিজমা ভাগবাটোয়ারা নিয়েই দীর্ঘদিন যাবত দুই ভাই আব্দুল হালিম ও জিয়ারুল রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়েই বুধবার সকালে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়।

জিনারুল ইসলাম বলেন, পৈতৃক সুত্রে পাওয়া আমার জমি জোরপূর্বকভাবে ভাই আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত ভোগ-দখল করে আসছে। থানায় অভিযোগ দেয়ার পরও কোন ফলাফল পাইনি। উলটো আমাদেরকে হেনস্থার স্বীকার হতে হচ্ছে। তার এক ছেলে এবং মেয়ে জামায় সেনাবাহিনীতে কর্মরত। এই প্রভাবেই তাদেরকে কেউ কিছু বলতে পারেনা। জমি দখলের প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বেধড়ক পিটিয়ে জখম করে তারা। পরে স্থানীয়দের সহযোগীতায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আব্দুল হালিম বলেন, ছোট ভাই জিনারুলের নিকট ঘর বিক্রির ৮০ হাজার টাকা নিয়ে দীর্ঘদিন যাবত আমার সঙ্গে বিরোধ চলে আসছে। এ জন্য আমি অন্যস্থানে বাড়ি করে বসবাস করছি। গত মঙ্গলবার আমার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরদিন বুধবার সকালে এরই জের ধরে আমার বাড়িতে গিয়ে হামলা করে তারা। আমাদেরকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে সব সময় তারা আমাদেরকে অত্যাচার করে আসছে। তারা আমার বিরুদ্ধে সেসব অভিযোগ করছে সব মিথ্যা। এ ঘটনায় সদর থানায় আমি অভিযোগ করেছি।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, উভয়পক্ষের মোট ৯ জন আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন। তাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। এরমধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। রাশিদা খাতুনের আঘাত গুরুতর হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

চুয়াডাঙ্গায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ৯

আপডেট সময় : ০৭:১৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুরে পাওনা টাকা চাওয়া ও জমিজমা দখল করাকে কেন্দ্র আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দফায় দফায় এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ মোট ৯ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৮ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করেছেন চিকিৎসক।

আজ বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে টেইপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন ওসি খালেদুর রহমান।

এক পক্ষের আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার অলোকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জিয়ারুল রহমান (৪৫), জিনারুলের ছেলে মাহাবুব হাসান মাসুম (১৪), মেয়ে সুমাইয়া খাতুন (১৮), স্ত্রী রাশিদা খাতুন (৩৫), একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৫), ইদ্রিস আলীর স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

অপর পক্ষের আহতরা হলেন, একই গ্রামের মৃত আবু তাহেরের আরেক ছেলে আব্দুল হালিম (৬৭), তার স্ত্রী মনোয়ারা খাতুন (৫০), এবং মেয়ে সাদিয়া খাতুন (২০)।

জানা গেছে, পৈতৃক জমিজমা ভাগবাটোয়ারা নিয়েই দীর্ঘদিন যাবত দুই ভাই আব্দুল হালিম ও জিয়ারুল রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়েই বুধবার সকালে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়।

জিনারুল ইসলাম বলেন, পৈতৃক সুত্রে পাওয়া আমার জমি জোরপূর্বকভাবে ভাই আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত ভোগ-দখল করে আসছে। থানায় অভিযোগ দেয়ার পরও কোন ফলাফল পাইনি। উলটো আমাদেরকে হেনস্থার স্বীকার হতে হচ্ছে। তার এক ছেলে এবং মেয়ে জামায় সেনাবাহিনীতে কর্মরত। এই প্রভাবেই তাদেরকে কেউ কিছু বলতে পারেনা। জমি দখলের প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বেধড়ক পিটিয়ে জখম করে তারা। পরে স্থানীয়দের সহযোগীতায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আব্দুল হালিম বলেন, ছোট ভাই জিনারুলের নিকট ঘর বিক্রির ৮০ হাজার টাকা নিয়ে দীর্ঘদিন যাবত আমার সঙ্গে বিরোধ চলে আসছে। এ জন্য আমি অন্যস্থানে বাড়ি করে বসবাস করছি। গত মঙ্গলবার আমার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরদিন বুধবার সকালে এরই জের ধরে আমার বাড়িতে গিয়ে হামলা করে তারা। আমাদেরকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে সব সময় তারা আমাদেরকে অত্যাচার করে আসছে। তারা আমার বিরুদ্ধে সেসব অভিযোগ করছে সব মিথ্যা। এ ঘটনায় সদর থানায় আমি অভিযোগ করেছি।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, উভয়পক্ষের মোট ৯ জন আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন। তাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। এরমধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। রাশিদা খাতুনের আঘাত গুরুতর হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।