শিরোনাম :
Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কয়রায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজাসহ আটক ১ Logo জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন Logo আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। Logo ভাতগ্রামে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল Logo চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। Logo বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কয়রায় মায়ের সঙ্গে অভিমানে ৯ বছরের স্কুলছাত্রী আছিয়ার মর্মান্তিক মৃত্যু Logo জাতীয় পতাকা ও সংগীত অবমাননাকারি সুন্দরগঞ্জের মিরাজ আটক : মামলা দায়ের

মুসলিম বাংলার আভিজাত্যের প্রতীক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে
হাম্মামখানা উচ্চারণ করলেই কল্পনায় তুর্কি সুলতান বা মোগল সম্রাটদের কথা। যেন কোনো সুরম্য প্রাসাদের নয়নাভিরাম দৃশ্য। ফার্সি হাম্মাম শব্দটি আরবি হাম্মুন শব্দ থেকে নেওয়া। অর্থ উষ্ঞ বা গরম। সে হিসেবে হাম্মামখানা অর্থ গরম পানির স্থান। কিন্তু মুসলিম সভ্যতায় হাম্মামখানা বলতে সাধারণ গোসলখানা বা গোসলের স্থানকে বোঝায়। মুসলিম সমাজে হাম্মামের প্রচলন তুর্কিদের মাধ্যমে হয়েছিল। দীর্ঘকাল পর্যন্ত তা ছিল আভিজাত্যের প্রতীক। তবে মুসলিম ইতিহাসে জনসাধারণের জন্য উন্মুক্ত হাম্মামখানার বর্ণনাও পাওয়া যায়। বিশেষত তুর্কি নগরগুলোতে অর্থের বিনিময়ে উন্নত গোসলখানা ব্যবহারের সুযোগ ছিল।

বাংলা অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে হাম্মাম সংস্কৃতির আগমন ঘটে। বাংলায় স্থাপত্যের বিকাশ ঘটে মধ্যযুগের শেষভাগে। সুলতানি ও মোগল যুগে যার ব্যাপক উত্কর্ষ সাধিত হয়। হাম্মাম বাংলার স্থাপত্য বিদ্যায় নতুন ধারণার জন্ম দেয়। মুসলিম আমলে নির্মিত হাম্মামগুলোর ভেতর যশোরের কেশবপুরে অবস্থিত মির্জানগর হাম্মামটি অন্যতম। স্থাপত্যটি মির্জানগরের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। হাম্মামখানাটি নওয়াববাড়ি ও হাফসিখানা নামেও পরিচিত। ১৯৯৬ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং সংস্কার করে।

কথিত আছে, সুবাহদার শাহ সুজার শ্যালক পুত্র মির্জা সাফসি খানের নামেই মির্জানগরের নামকরণ করা হয়েছে। মির্জা সাফসি খান ও নুরুল্লাহ খান যশোরের ফেৌজদার নিযুক্ত হয়েছিলেন। মির্জানগরকে তাদের প্রাশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এখানে তারা নওয়াব বাড়ি ও কেল্লা প্রতিষ্ঠা করেন। কপোতাক্ষ নদ ও বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলটি কেৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে মির্জানগর অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। ব্রিটিশ ঐতিহাসিক ও ভূগোলবিদ জেমস রেনেল তঁার মানচিত্রে মির্জানগরকে যশোর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করেছেন।

মির্জানগর হাম্মামখানা নওয়াববাড়ি ও কেল্লারই অংশ ছিল। কালের আবর্তনে নওয়াব বাড়ি ও কেল্লা হারিয়ে গেলেও কালের সাক্ষী হিসেবে টিকে আছে হাম্মামখানা। জে. ওয়েস্টল্যান্ড সর্বপ্রথম মির্জানগরের ধ্বংসাবশেষকে ফেৌজদার ও নওয়াবদের বাসভবন হিসাবে চিহ্নিত করেন। এক সময় কেল্লাটি পরিখা ও সুউচ্চ প্রাচীর দ্বারা সংরক্ষিত ছিল। এর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল কামান। কামানটি এখন যশোর মনিহার মোড়ে স্থাপন করা হয়েছে।

মির্জানগর হাম্মামখানা মূলত একটি চার গম্বুজ বিশষ্টি ভবন। এর ভেতরে আছে চারটি খোলা কক্ষ এবং একটি পাথর ও চুন-সুরকির তৈরি বৃহৎ কূপ। হাম্মামে প্রবেশের একমাত্র পথটি পশ্চিম দিকে অবস্থিত। প্রবেশপথের সঙ্গে সংযুক্ত বর্গাকৃতির কক্ষটি ছিল প্রসাধন কক্ষ। কক্ষের চার পাশের প্রত্যেক দেয়ালে আছে একটি করে কুলুঙ্গি। প্রসাধন কক্ষ থেকে ধনুকাকার পথ দিয়ে সোজা অপর আরেকটি বর্গাকৃতি কক্ষে প্রবেশ করা যায়। কক্ষটি পোশাক বদলানোর কাজে ব্যবহার করা হতো।

হাম্মামখানার উত্তর-দক্ষিণ কোণে আছে একটি ছোট জলাধার বা ট্যাঙ্ক। এই কক্ষের পূর্বে আছে দুইটি বর্ধিত গম্বুজাকৃতির কক্ষ যা ছিল সম্ভবত মূল গোসলখানা। এই কক্ষে কোনো বড় জানালা নেই। এর বাইরে পূর্ব পাশের লাগোয়া চারটি খোলা কক্ষ সম্ভবত জলাধার হিসেবে ব্যবহৃত হতো। জলাধারে পানি ধরে রেখে সেখান থেকে মাটির পাইপের মাধ্যমে ভেতরের গোসলখানার জলাধারে পানি সরবরাহ করা হতো। সম্পূর্ণ হাম্মামখানার মাঝ বরাবর আছে একটি পানি গরম করার চুলি্ল যা মাটির নীচ থেকে একটি টানা পাইপ দ্বারা সংযুক্ত।

তথ্যঋণ : বাংলাপিডিয়া, উইকিপিডিয়া ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কয়রায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুসলিম বাংলার আভিজাত্যের প্রতীক

আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫
হাম্মামখানা উচ্চারণ করলেই কল্পনায় তুর্কি সুলতান বা মোগল সম্রাটদের কথা। যেন কোনো সুরম্য প্রাসাদের নয়নাভিরাম দৃশ্য। ফার্সি হাম্মাম শব্দটি আরবি হাম্মুন শব্দ থেকে নেওয়া। অর্থ উষ্ঞ বা গরম। সে হিসেবে হাম্মামখানা অর্থ গরম পানির স্থান। কিন্তু মুসলিম সভ্যতায় হাম্মামখানা বলতে সাধারণ গোসলখানা বা গোসলের স্থানকে বোঝায়। মুসলিম সমাজে হাম্মামের প্রচলন তুর্কিদের মাধ্যমে হয়েছিল। দীর্ঘকাল পর্যন্ত তা ছিল আভিজাত্যের প্রতীক। তবে মুসলিম ইতিহাসে জনসাধারণের জন্য উন্মুক্ত হাম্মামখানার বর্ণনাও পাওয়া যায়। বিশেষত তুর্কি নগরগুলোতে অর্থের বিনিময়ে উন্নত গোসলখানা ব্যবহারের সুযোগ ছিল।

বাংলা অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে হাম্মাম সংস্কৃতির আগমন ঘটে। বাংলায় স্থাপত্যের বিকাশ ঘটে মধ্যযুগের শেষভাগে। সুলতানি ও মোগল যুগে যার ব্যাপক উত্কর্ষ সাধিত হয়। হাম্মাম বাংলার স্থাপত্য বিদ্যায় নতুন ধারণার জন্ম দেয়। মুসলিম আমলে নির্মিত হাম্মামগুলোর ভেতর যশোরের কেশবপুরে অবস্থিত মির্জানগর হাম্মামটি অন্যতম। স্থাপত্যটি মির্জানগরের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। হাম্মামখানাটি নওয়াববাড়ি ও হাফসিখানা নামেও পরিচিত। ১৯৯৬ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং সংস্কার করে।

কথিত আছে, সুবাহদার শাহ সুজার শ্যালক পুত্র মির্জা সাফসি খানের নামেই মির্জানগরের নামকরণ করা হয়েছে। মির্জা সাফসি খান ও নুরুল্লাহ খান যশোরের ফেৌজদার নিযুক্ত হয়েছিলেন। মির্জানগরকে তাদের প্রাশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এখানে তারা নওয়াব বাড়ি ও কেল্লা প্রতিষ্ঠা করেন। কপোতাক্ষ নদ ও বুড়িভদ্রা নদীর সঙ্গমস্থলটি কেৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে মির্জানগর অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। ব্রিটিশ ঐতিহাসিক ও ভূগোলবিদ জেমস রেনেল তঁার মানচিত্রে মির্জানগরকে যশোর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করেছেন।

মির্জানগর হাম্মামখানা নওয়াববাড়ি ও কেল্লারই অংশ ছিল। কালের আবর্তনে নওয়াব বাড়ি ও কেল্লা হারিয়ে গেলেও কালের সাক্ষী হিসেবে টিকে আছে হাম্মামখানা। জে. ওয়েস্টল্যান্ড সর্বপ্রথম মির্জানগরের ধ্বংসাবশেষকে ফেৌজদার ও নওয়াবদের বাসভবন হিসাবে চিহ্নিত করেন। এক সময় কেল্লাটি পরিখা ও সুউচ্চ প্রাচীর দ্বারা সংরক্ষিত ছিল। এর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল কামান। কামানটি এখন যশোর মনিহার মোড়ে স্থাপন করা হয়েছে।

মির্জানগর হাম্মামখানা মূলত একটি চার গম্বুজ বিশষ্টি ভবন। এর ভেতরে আছে চারটি খোলা কক্ষ এবং একটি পাথর ও চুন-সুরকির তৈরি বৃহৎ কূপ। হাম্মামে প্রবেশের একমাত্র পথটি পশ্চিম দিকে অবস্থিত। প্রবেশপথের সঙ্গে সংযুক্ত বর্গাকৃতির কক্ষটি ছিল প্রসাধন কক্ষ। কক্ষের চার পাশের প্রত্যেক দেয়ালে আছে একটি করে কুলুঙ্গি। প্রসাধন কক্ষ থেকে ধনুকাকার পথ দিয়ে সোজা অপর আরেকটি বর্গাকৃতি কক্ষে প্রবেশ করা যায়। কক্ষটি পোশাক বদলানোর কাজে ব্যবহার করা হতো।

হাম্মামখানার উত্তর-দক্ষিণ কোণে আছে একটি ছোট জলাধার বা ট্যাঙ্ক। এই কক্ষের পূর্বে আছে দুইটি বর্ধিত গম্বুজাকৃতির কক্ষ যা ছিল সম্ভবত মূল গোসলখানা। এই কক্ষে কোনো বড় জানালা নেই। এর বাইরে পূর্ব পাশের লাগোয়া চারটি খোলা কক্ষ সম্ভবত জলাধার হিসেবে ব্যবহৃত হতো। জলাধারে পানি ধরে রেখে সেখান থেকে মাটির পাইপের মাধ্যমে ভেতরের গোসলখানার জলাধারে পানি সরবরাহ করা হতো। সম্পূর্ণ হাম্মামখানার মাঝ বরাবর আছে একটি পানি গরম করার চুলি্ল যা মাটির নীচ থেকে একটি টানা পাইপ দ্বারা সংযুক্ত।

তথ্যঋণ : বাংলাপিডিয়া, উইকিপিডিয়া ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম