শিরোনাম :
Logo ইবিতে সাংবাদিকের ওপর হামলা, শিক্ষার্থীদের বজ্রকণ্ঠে প্রতিবাদ Logo ইবিতে খুলনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ সম্মাননা Logo চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইমাম পরিষদের মানববন্ধন Logo চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব হত্যা মামলার মূল আসামী গ্রেফতার Logo সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : নাহিদ ইসলাম Logo নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির Logo ভারতের শুল্ক ২০ শতাংশের কম হতে পারে,যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি Logo ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত Logo চাঁদপুর সরকারি হাসপাতালে দ্বিগুণ দামে টিকিট বিক্রি, কেবিনের জন্য বাড়তি টাকা Logo চাঁদপুর শহরের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৭:২১ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাবলিক টয়লেট স্থাপনসহ ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের জাবি টিম। স্মারকলিপিতে উত্থাপিত দাবি তিনটি হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ছেলে ও মেয়েদের জন্য ওয়াশরুম স্থাপন করতে হবে, নিয়মিতভাবে এসব টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে এবং নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ওয়াশরুম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন স্থান বিশেষত বটতলা এবং খেলার মাঠের আশেপাশে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরায় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যা স্বাস্থ্যের ঝুঁকিও সৃষ্টি করছে।ক্যাম্পাসের বটতলায় প্রচুর শিক্ষার্থীর সমাগম ঘটে যেখানে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে যেতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই সমস্যা নিরসনে একটি মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বটতলাসহ ক্যাম্পাসের অন্যান্য পয়েন্টগু পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ওয়াশরুম স্থাপন জরুরি হয়ে পড়েছে।”

লাল সবুজ উন্নয়ন সংঘের সংগঠক ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া শাহিন সারা চৌধুরী বলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণত শিক্ষার্থীদের বটতলাসহ আরো বেশকিছু জায়গা রয়েছে যেখানে প্রয়োজনের খাতিরে প্রতিনিয়তই যাতায়াত করতে হয়। তবে এসব স্থানে প্রয়োজনীয় টয়লেট সুবিধা নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থী। যেসব স্থানে আসেপাশে কোনো একাডেমিক বিল্ডিং নেই অথবা একাডেমিক কার্যক্রম শেষে ছুটির পর এবং স্থানগুলো ছাত্রী হল থেকে অনেক দূরে হওয়ায় টয়লেট সমস্যাটি ভোগান্তির মুখে ফেলে সাধারণ শিক্ষার্থীদেরকে।তাই,এমন জনবহুল স্থানসমূহ তে বা এর নিকটবর্তী জায়গায় পাবলিক টয়লেট প্রতিষ্ঠা এবং এসবের সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে একজন সাধারণত শিক্ষার্থী হিসেবে আমি মনে করি। এ বিষয়ে প্রশাসনের অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল হাদি, মোঃ ইব্রাহিম, আরাফাত হোসেন ইমন, আফরিন রিনাসহ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে সাংবাদিকের ওপর হামলা, শিক্ষার্থীদের বজ্রকণ্ঠে প্রতিবাদ

জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের

আপডেট সময় : ০৬:০৭:২১ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাবলিক টয়লেট স্থাপনসহ ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের জাবি টিম। স্মারকলিপিতে উত্থাপিত দাবি তিনটি হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ছেলে ও মেয়েদের জন্য ওয়াশরুম স্থাপন করতে হবে, নিয়মিতভাবে এসব টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে এবং নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ওয়াশরুম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন স্থান বিশেষত বটতলা এবং খেলার মাঠের আশেপাশে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরায় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যা স্বাস্থ্যের ঝুঁকিও সৃষ্টি করছে।ক্যাম্পাসের বটতলায় প্রচুর শিক্ষার্থীর সমাগম ঘটে যেখানে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে যেতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই সমস্যা নিরসনে একটি মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বটতলাসহ ক্যাম্পাসের অন্যান্য পয়েন্টগু পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ওয়াশরুম স্থাপন জরুরি হয়ে পড়েছে।”

লাল সবুজ উন্নয়ন সংঘের সংগঠক ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া শাহিন সারা চৌধুরী বলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণত শিক্ষার্থীদের বটতলাসহ আরো বেশকিছু জায়গা রয়েছে যেখানে প্রয়োজনের খাতিরে প্রতিনিয়তই যাতায়াত করতে হয়। তবে এসব স্থানে প্রয়োজনীয় টয়লেট সুবিধা নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থী। যেসব স্থানে আসেপাশে কোনো একাডেমিক বিল্ডিং নেই অথবা একাডেমিক কার্যক্রম শেষে ছুটির পর এবং স্থানগুলো ছাত্রী হল থেকে অনেক দূরে হওয়ায় টয়লেট সমস্যাটি ভোগান্তির মুখে ফেলে সাধারণ শিক্ষার্থীদেরকে।তাই,এমন জনবহুল স্থানসমূহ তে বা এর নিকটবর্তী জায়গায় পাবলিক টয়লেট প্রতিষ্ঠা এবং এসবের সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে একজন সাধারণত শিক্ষার্থী হিসেবে আমি মনে করি। এ বিষয়ে প্রশাসনের অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল হাদি, মোঃ ইব্রাহিম, আরাফাত হোসেন ইমন, আফরিন রিনাসহ প্রমুখ।