মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজের জীবনের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে জানালেন তারেক রহমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক নারী দিবসে নিজের জীবনে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি সম্পর্কে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, আমার জীবনের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা—তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য সর্বোত্তম সুযোগ, সাফল্য এবং সুখ কামনা করেছি। আমি নিশ্চিত, অনেক পাঠকই এই অনুভূতির সঙ্গে একমত হবেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি কিশোরী ও নারী যেন শক্তিশালী ও সমর্থিত বোধ করে, সেটাই আমাদের কাম্য। প্রতিটি নারীর উচিত পুরুষের সমান মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ উপভোগ করা।

 

তারেক রহমান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন পূর্ববর্তী বিএনপি সরকারগুলোর মতোই, আমাদের সকলের উচিত একটি ন্যায়সঙ্গত, সহনশীল ও শ্রদ্ধাশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমাদের কন্যারা আমাদের পুত্রদের মতো সমান সুযোগ লাভ করবে, তারা যাতে হয়রানির শিকার না হয়ে নির্ভয়ে ঘরের বাইরে যেতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মত প্রকাশ করতে পারে—এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

 

তারেক রহমান বলেন, বিএনপির নীতি প্রণয়ন নারীদের অপার সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার ওপর গভীরভাবে প্রতিষ্ঠিত, যেখানে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে “ফ্যামিলি কার্ড” কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণী শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আসুন, আমরা একসঙ্গে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাই।

তিনি বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

নিজের জীবনের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে জানালেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবসে নিজের জীবনে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি সম্পর্কে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, আমার জীবনের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা—তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য সর্বোত্তম সুযোগ, সাফল্য এবং সুখ কামনা করেছি। আমি নিশ্চিত, অনেক পাঠকই এই অনুভূতির সঙ্গে একমত হবেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি কিশোরী ও নারী যেন শক্তিশালী ও সমর্থিত বোধ করে, সেটাই আমাদের কাম্য। প্রতিটি নারীর উচিত পুরুষের সমান মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ উপভোগ করা।

 

তারেক রহমান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন পূর্ববর্তী বিএনপি সরকারগুলোর মতোই, আমাদের সকলের উচিত একটি ন্যায়সঙ্গত, সহনশীল ও শ্রদ্ধাশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমাদের কন্যারা আমাদের পুত্রদের মতো সমান সুযোগ লাভ করবে, তারা যাতে হয়রানির শিকার না হয়ে নির্ভয়ে ঘরের বাইরে যেতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মত প্রকাশ করতে পারে—এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

 

তারেক রহমান বলেন, বিএনপির নীতি প্রণয়ন নারীদের অপার সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার ওপর গভীরভাবে প্রতিষ্ঠিত, যেখানে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে “ফ্যামিলি কার্ড” কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণী শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আসুন, আমরা একসঙ্গে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাই।

তিনি বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে।