নিউজ ডেস্ক:
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব শুভাশিষ বোসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আইসিএসবির প্রতিনিধিদল।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব শুভাশিষ বোসের সঙ্গে সাক্ষাৎ করে ইনস্টিটিউট অব চার্টার্ট সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রতিনিধিদল এ শুভেচ্ছা জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইনস্টিটিউট অব চার্টার্ট সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফবিএস। প্রতিনিধি দলে আরো ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ বুল হাসান, ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা, সদস্য ইতরাত হোসেন এবং সেলিম আহমেদ।
এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইসিএসবি প্রেসিডেন্ট।
আইসিএসবির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, পেশাগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে আইসিএসবি। এ সংগঠনের কাজে প্রয়োজনীয় সমর্থন দেবে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বাংলাদেশ সরকারের চার্টার্ড সেক্রেটারিজ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সংস্থা। চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে এই সংস্থা চার্টার্ড সেক্রেটারিশিপ (সিএস) প্রফেশনাল কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।