সামিউল হাসান স্বাধীন :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) “রংপুর বিভাগ ছাত্রকল্যাণ পরিষদের” আয়োজনে ইফতার মাহফিল ও রংপুর বিভাগ থেকে আগত ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে বিকেল ৪টা থেকে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ, নোবিপ্রবির সভাপতি রাকিব আল হাসনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তফা ফয়সাল নাঈম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থী উপদেষ্টারা।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের নবীন বরন পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে তাদের সংগঠনের নিয়ম-কানুন, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এরপর এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সকলের আন্তরিক অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।