৩৬,০০০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার !

0
16

নিউজ ডেস্ক:

রাজধানীতে মিনি ট্রাকে করে ইয়াবা পরিবহনের সময় ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো-শহিদুল্লাহ (৩০), শ্রী স্বপন দত্ত (৩২), মোঃ মাহবুর সরদার (৩০), মাহমুদ হোসেন (৩০), মোঃ ইসমাইল হোসেন (৪৭), মোঃ কালা হাসান (৪৫) ও মোঃ বরকত আলী (৩৫)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ।

 ০৪ জুন’১৮ বিকাল ০৫.০০ টার দিকে ডিবি (উত্তর) বিভাগের গুলশান ও ক্যান্টনমেন্ট জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যাবসায়ীদের নিকট বিক্রয় করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।