নিউজ ডেস্ক:
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নতুন চার ইসিকে সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি।
শ্রদ্ধা নিবেদন শেষে কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা। সুতরাং আমরা গণতন্ত্র বলি বা এর মূল্যবোধ বলি, এর মূলে রয়েছে একুশের চেতনা।
তিনি বলেন, একুশের উৎসাহ, উদ্দীপনা, ব্যথা, বেদনা সবকিছু নিয়ে জাতি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এই চেতনাগুলো যারা কাজে লাগাবে বা এরই মধ্যে যারা এর সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদের সাধুবাদ জানাই।এসময় নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।