না’গঞ্জে সাত খুন মামলার বাদী বিউটিকে হত্যার হুমকি!

0
54

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সেলিনা ইসলাম বিউটি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি মো. সরাফত উল্লাহ।

জিডির বরাত দিয়ে ওসি জানান, ১৪ ডিসেম্বর কাউন্সিলর বিউটির অফিসে ডাকযোগে একটি চিঠি আসে।

চিঠিতে বলা হয়েছে- সাত খুন মামলা ও নির্বাচন থেকে সরে না দাঁড়ালে স্বামীর মতো একই পরিণতি হবে তার। ঢাকার মোহাম্মদপুর ডাকঘর থেকে চিঠিটি পোস্ট করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুন হন। ওই ওয়ার্ডের উপনির্বাচনে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর নির্বাচিত হন।

সাত খুনে দায়ের করা একটি মামলার বাদী বিউটি ২২ ডিসেম্বরের সিটি নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী।