অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক নারীর কথা

0
76

সোনিয়া দেওয়ান প্রীতি : মেয়ে হয়ে জন্মালেও আমি আমার বয়স লুকোই না। পরিবারতন্ত্রে বাধা হয়েও আমি প্রতিটি মানুষ, এমনকি কখনো কখনো আপন পিতার বিরুদ্ধে গিয়েও সত্যের পক্ষে অবস্থান নিতে সর্বদা সচেতন। কেউ আমার দিকে তাকিয়ে চোখ মারলেই বজ্রকণ্ঠে আমি তার প্রতিবাদ করি। কেউ যৌন সুরসুরিতে ভরা ইশারা দিলে আমি তা অকপটে প্রশ্নকারীদের সামনে প্রকাশ করি। পরিবার/কর্মস্থল কিংবা যে কোনো স্থান-কাল-পাত্র দ্বারা অন্যায়- অত্যাচারের একদিন, দুইদিন, তিনদিন পর ঠিকই আমি আমার সাথে হতে থাকা অন্যায়ের তীব্র প্রতিবাদ করি। টাকার বিনিময়ে দোকান থেকে সদাই কিনে যদি তাতে নকল কিংবা ভেজাল দেখি, আমি চটে গিয়ে চরমভাবে অপমান করি দোকানীকে। গুরুত্বপূর্ণ কাজে যাবার সময় রিক্সাওয়ালা ৪০ টাকা ভাড়া বলে উঠিয়ে ১০০ টাকার নোট থেকে অন্যায়ভাবে ৫০ টাকা রেখে দিলে আমি সঠিক প্রাপ্য বুঝে না পাওয়া পর্যন্ত তাকে গালমন্দ করি। আমি পরিবার কিংবা পরিচিতদের কারো চিকিৎসায় গাফিলতি হলে দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পিছপা হইনা। অন্যায়ভাবে পুলিশ/যে কেউ ঘুষ দাবি করলে আমি তার প্রতিবাদ করি। আদর-যত্নে বড় করে তোলা ছোট ভাই-বোনেরা বেয়াদবি করলে কিংবা জেনেশুনে আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি ওদের শাসন করি। দিনশেষে কর্মস্থল থেকে একসাথে বাড়ি ফিরে একলাই সব কাজ করতে হয় বলে স্বামীকে শুনিয়ে প্যানপ্যান করি। কাছে-দুরের অনেকেই বারবার বারণ করা সত্ত্বেও আমার আমির প্রতিটা মুহূর্ত অামার লেখনীতে আমি প্রকাশ করি। একটা স্বচ্ছ কাঁচের মতো করে সর্বদা নিজেকে প্রকাশ করে চলি। আমি ভন্ডদের মতো বাহ্যিক (লোকদেখানো) অতিরিক্ত পর্দা করিনা। আমি জিন্স পড়ি আমার চলাফেরার সুবিধার জন্য, আমি টপস্ পড়ি, কিন্তু বুকটাকে উন্মুক্ত রাখিনা অনেক লোকদেখানো হিজাব পড়া মেয়েদের মতো। ক্যারিয়ারের নামে আমি বড় কোনো পদের লোভে কখনো নিজের চরিত্রকে বিষর্জন দিয়ে বাইরে থেকে অভিনয় করে চলিনা। আমি তোয়াক্কা করিনা, আফসোস করিনা – কেনো ওই বড় জায়গাটা আমার হলোনা। হ্যা, আমি ভাল মেয়ে নই, আমি ভাল বৌ নই, আমি ভাল বোন নই, আমি ভাল স্ত্রী নই, আমি ভাল সহকর্মী নই, সর্বোপরি- আমি একজন ভাল মানুষ নই। তবুও আমার আমির মাঝে এতটুকু মিথ্যে নেই, ভনিতা নেই, লুকোচুরি নেই। আর এই অকপটে প্রকাশটাই আমার সবচেয়ে বড় প্রশান্তি। ঠিক বুকের ভেতরটা থেকে এমন প্রশান্তি অনেকের মাঝেই থাকেনা। ভাল থাকুক পৃথিবীর সকল ভাল মানুষগুলো।—-লেখাটি : ফেসবুকে Sonia Dewan Preity’র টাইমলাইন থেকে নেওয়া