শিরোনাম :
Logo নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ Logo রাবির ভর্তি পরীক্ষায় সংকটে ভর্তিচ্ছু; ছাত্রদলের সহযোগিতায় বেঁচে রইলো স্বপ্ন Logo রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বপ্ন বাচিঁয়ে রাখলেন ছাত্রদল নেতা রাবিত Logo কয়রা ৬ সাংবাদিকের নামে এক যুগ আগের ঘটনায় হত্যা মামলা Logo চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার Logo আ.লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর Logo জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক Logo রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Logo শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

চেঙ্গিস খাঁ’র দেশে বিশ্বের সবচেয়ে সংখ্যালঘু গোষ্ঠীর বাস !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যে দেশের এক যোদ্ধা এক সময়ে বিশ্বজয় করেছিলেন! সেই দেশেরই এক ছোট্ট গ্রামের কথা হয়তো সকলেরই অজানা৷ চেঙ্গিস খাঁয়ের দেশের এই ছোট্ট গ্রামটি বরফে ঘেরা৷ আর তার মাঝেই রয়েছে ঘন বনজঙ্গল৷ আর তাতে বসবাস কয়েকশো মানুষের৷ যাদের প্রত্যেকেই বিশ্বের অন্যতম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য৷ এমনই এক গ্রামের বাসিন্দা দেলগের গোরশিক৷ পাহাড়ের কোলে তাঁবুর ভিতরে বসে তিনি শোনালেন তাদের জীবনকাহিনী৷

গোরশিক জানিয়েছেন, ছোটবেলায় সূর্যের আলো ছাড়া আলোর উৎস্য বলতে ছিল ছোট ছোট কিছু মোমবাতি৷ যদিও এখন তাদের মোমবাতির বদলে রয়েছে এখানে আলোর ব্যবস্থা৷ সোলার প্যানেলের সাহায্যে এখানে ঘরে ঘরে আলো পৌঁছে যায়৷ এছাড়া পশুদের চামড়া দিয়ে তৈরী হত এখানে বসবাসকারী বাসিন্দাদের জামাকাপড়৷ কিন্তু সেক্ষেত্রেও এসেছে বেশ কিছু পরিবর্তন৷ মঙ্গোলিয়ার তুষারাবৃত বনাঞ্চলগুলিতে মোট জনসংখ্যার পরিমাণ ৩০০৷ তারা বাস করেন কাঠের বাড়িতে৷
তবে তিনি জানিয়েছেন, পরিবর্তন ভালো কিন্তু বেশি পরিবর্তন দেশের সংস্কৃতিও নষ্ট করতে পারে৷

মঙ্গোলিয়ানদের প্রধান ভাষা সাতান৷ এই অঞ্চলের বাসিন্দারা হরিণদের সঙ্গেই বসবাস করেন৷ তারা তাদের প্রয়োজনে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তেও চলে আসেন মাঝে মধ্যে৷ ঋতুর পরিবর্তনের প্রভাব পরে তাদের জীবন যাপনেও৷

তবে এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য ওই গ্রামের বাসিন্দারা সরকারের সাহায্যও চেয়েছেন৷ তারা চাইছেন, তাদের গ্রামের যেন কোনো পরিবর্তন যেন না হয়৷ প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য গাছপালা কাটা যাতে বন্ধ করা হয় এবং পশু প্রাণী শিকার করা বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা৷ আর এর পাশাপাশি তারা জানিয়েছেন, বল্গাহরিণ এদের ঐতিহ্য, পরিচয়৷ তাই কোনোভাবে এদের যাতে নষ্ট করা না হয় তাই আবেদন জানানো হয়েছে সরকারের কাছে ৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

চেঙ্গিস খাঁ’র দেশে বিশ্বের সবচেয়ে সংখ্যালঘু গোষ্ঠীর বাস !

আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

যে দেশের এক যোদ্ধা এক সময়ে বিশ্বজয় করেছিলেন! সেই দেশেরই এক ছোট্ট গ্রামের কথা হয়তো সকলেরই অজানা৷ চেঙ্গিস খাঁয়ের দেশের এই ছোট্ট গ্রামটি বরফে ঘেরা৷ আর তার মাঝেই রয়েছে ঘন বনজঙ্গল৷ আর তাতে বসবাস কয়েকশো মানুষের৷ যাদের প্রত্যেকেই বিশ্বের অন্যতম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য৷ এমনই এক গ্রামের বাসিন্দা দেলগের গোরশিক৷ পাহাড়ের কোলে তাঁবুর ভিতরে বসে তিনি শোনালেন তাদের জীবনকাহিনী৷

গোরশিক জানিয়েছেন, ছোটবেলায় সূর্যের আলো ছাড়া আলোর উৎস্য বলতে ছিল ছোট ছোট কিছু মোমবাতি৷ যদিও এখন তাদের মোমবাতির বদলে রয়েছে এখানে আলোর ব্যবস্থা৷ সোলার প্যানেলের সাহায্যে এখানে ঘরে ঘরে আলো পৌঁছে যায়৷ এছাড়া পশুদের চামড়া দিয়ে তৈরী হত এখানে বসবাসকারী বাসিন্দাদের জামাকাপড়৷ কিন্তু সেক্ষেত্রেও এসেছে বেশ কিছু পরিবর্তন৷ মঙ্গোলিয়ার তুষারাবৃত বনাঞ্চলগুলিতে মোট জনসংখ্যার পরিমাণ ৩০০৷ তারা বাস করেন কাঠের বাড়িতে৷
তবে তিনি জানিয়েছেন, পরিবর্তন ভালো কিন্তু বেশি পরিবর্তন দেশের সংস্কৃতিও নষ্ট করতে পারে৷

মঙ্গোলিয়ানদের প্রধান ভাষা সাতান৷ এই অঞ্চলের বাসিন্দারা হরিণদের সঙ্গেই বসবাস করেন৷ তারা তাদের প্রয়োজনে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তেও চলে আসেন মাঝে মধ্যে৷ ঋতুর পরিবর্তনের প্রভাব পরে তাদের জীবন যাপনেও৷

তবে এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য ওই গ্রামের বাসিন্দারা সরকারের সাহায্যও চেয়েছেন৷ তারা চাইছেন, তাদের গ্রামের যেন কোনো পরিবর্তন যেন না হয়৷ প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য গাছপালা কাটা যাতে বন্ধ করা হয় এবং পশু প্রাণী শিকার করা বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা৷ আর এর পাশাপাশি তারা জানিয়েছেন, বল্গাহরিণ এদের ঐতিহ্য, পরিচয়৷ তাই কোনোভাবে এদের যাতে নষ্ট করা না হয় তাই আবেদন জানানো হয়েছে সরকারের কাছে ৷