কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসবের ভিন্নধর্মী আয়োজন করেন চারুকলা বিভাগ।
আজ রবিবার (১৬) ফেব্রুয়ারী বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। এদিনে বসন্তকে বরণ করতে নাচ, গান, কবিতাপাঠ ও চিত্রপ্রদর্শনীসহ নানামুখী কর্মসূচির মধ্যে এই দিনটি উদযাপন করেন তারা।
এসময় উক্ত বিভাগের শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সব সময় বসন্তের আনন্দের মধ্যে দিয়ে যায়। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মতো সুন্দর হোক।
























































