র‌্যাব বিলুপ্ত, বিজিবি ও ডিজিএফআইকে সীমায় বাধার সুপারিশ জাতিসংঘের

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:২৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখা নিয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সেটাকে সমর্থন জানিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ এর উদ্বোধন শেষে এসব বলেন তিনি। এদিন পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা/অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপদেষ্টা জানান, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন এরাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধনের ফলে বর্তমানে চুক্তি থাকা ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে বিমান বন্দরে ১০ মিনিটে ভিসা পাবেন। যা আগে দীর্ঘ সময় লেগে যেতো। ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশের নাগরিকরা বর্তমানে এই সুবিধা পান এখন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্ত, বিজিবি ও ডিজিএফআইকে সীমায় বাধার সুপারিশ জাতিসংঘের

আপডেট সময় : ০১:২৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখা নিয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সেটাকে সমর্থন জানিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ এর উদ্বোধন শেষে এসব বলেন তিনি। এদিন পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা/অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপদেষ্টা জানান, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন এরাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধনের ফলে বর্তমানে চুক্তি থাকা ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে বিমান বন্দরে ১০ মিনিটে ভিসা পাবেন। যা আগে দীর্ঘ সময় লেগে যেতো। ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশের নাগরিকরা বর্তমানে এই সুবিধা পান এখন।