নিউজ ডেস্ক:
চলতি ২০১৬-১৭ অর্থবছরের আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক শেষে এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ তথ্য জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এক মাসে এডিপি বাস্তবায়নের হার প্রায় ৫ শতাংশের মতো বেড়েছে। অর্থবছরের বাকি সময়ে প্রকল্প বাস্তবায়নের হার বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বাজেট সমন্বয় করা হবে। তখন এই বাস্তবায়নের হার আরো বেড়ে যাবে।
এডিপি বাস্তবায়নের সর্বশেষ প্রতিবেদন থেকে তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।
এডিপি বাস্তবায়ন গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, গত অর্থবছরের এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ।