শিরোনাম :
Logo শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড Logo খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন Logo চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত  পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Logo বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির “জনসভা ও র‍্যালী” Logo সুবিদপুরে মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে ফুটবল ম্যাচ মাদক সেবনে মানুষের শারীরিক ও মানসিক উভয়প্রকার ক্ষতিসাধন হয় সহকারী পরিচালক মু. মিজানুর রহমান Logo তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইবি উপাচার্যের বিশেষ সংবর্ধনা Logo খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” Logo সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ Logo জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা Logo নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।