মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।