সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৩:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৬) ও আব্দুল মুকিত (৪০) নামে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অটোচালকসহ আহত হয়েছেন আরো ৪ জন। এর মধ্যে দুজন গুরুতর আহত। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত।

নিহত রুহুল আমিনের মামা জানান, শনিবার সন্ধ্যার পর তিনি ও তাঁর ভাগ্নেসহ এলাকার কয়েকজনের দেখা হয়ে যায় সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের দক্ষিণ মুখে। এ সময় তাদের পাঁচজন জগন্নাথপুর যেতে একটি অটোরিকশা ভাড়া নেন। তাদের বহনকারী অটোরিকশা দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগ্নে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।

সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১০:১৩:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৬) ও আব্দুল মুকিত (৪০) নামে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অটোচালকসহ আহত হয়েছেন আরো ৪ জন। এর মধ্যে দুজন গুরুতর আহত। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত।

নিহত রুহুল আমিনের মামা জানান, শনিবার সন্ধ্যার পর তিনি ও তাঁর ভাগ্নেসহ এলাকার কয়েকজনের দেখা হয়ে যায় সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের দক্ষিণ মুখে। এ সময় তাদের পাঁচজন জগন্নাথপুর যেতে একটি অটোরিকশা ভাড়া নেন। তাদের বহনকারী অটোরিকশা দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগ্নে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।

সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।’