অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। ভবিষ্যতে যেন কেউ চুরি না করতে পারে, টাকা পাচার না করতে পারে সেই বিষয়ে কঠোর উদ্যোগ নিতে হবে।
আজ শনিবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দুর্নীতি-অনিয়ম ২/৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। হতাশ হওয়ার কারণ নাই অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে এবং রিজার্ভও বাড়ছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।