শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

পোশাকখাত আরো এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরো এগিয়ে নিতে শ্রমিক, কর্মকর্তা, মালিক এমনকি ক্রেতাদেরও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
গত বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া শিল্পাঞ্চলে ইউএসএইডের সহায়তায় পরিচালিত পোশাক খাতের উন্নয়নের কাজ করা তিনটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বার্নিকাট।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক দেশ এবং আমেরিকার সবচেয়ে বড় সরবরাহকারী। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমেরিকা বাংলাদেশের এ খাতকে আরো শক্তিশালী এবং সফল দেখতে চায়। এটি করতে হলে এ খাতের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা, মালিক ও বিদেশি ক্রেতাদের একযোগে কাজ করতে হবে। সরকারিভাবেও সহযোগিতার হাত বাড়াতে হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রতিটি কারখানায় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা বলার সুযোগ থাকা দরকার। শ্রমিকদেরও তাদের অধিকার এবং দায়িত্ব জানা দরকার।
তিনি বলেন, ‘আমি অনেক মালিকের সঙ্গে কথা বলেছি। রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা বেড়েছে। কারখানাগুলো এজন্য কাজ করেছে। শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ করতে এদেশের পোশাক মালিকদের ইচ্ছার ঘাটতি নেই। শ্রমিকদেরও এজন্য এগিয়ে আসতে হবে।

এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, পোশাকের গুণগত মান এবং কর্ম পরিবেশের উন্নয়ন হলে ক্রেতাদের সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হবে। তখন ক্রেতারা ভালো দাম না দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন না।

সংবাদ সম্মেলনে উন্নয়ন সংস্থা সলিডারিটি সেন্টারের সিপিডি এ্যালানজো গ্লেন সুজান এবং আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক নাজমা আক্তার বক্তব্য দেন। এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও পিসিডব্লিউএস নামের আরেকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

পোশাকখাত আরো এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে !

আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরো এগিয়ে নিতে শ্রমিক, কর্মকর্তা, মালিক এমনকি ক্রেতাদেরও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
গত বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া শিল্পাঞ্চলে ইউএসএইডের সহায়তায় পরিচালিত পোশাক খাতের উন্নয়নের কাজ করা তিনটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বার্নিকাট।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক দেশ এবং আমেরিকার সবচেয়ে বড় সরবরাহকারী। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমেরিকা বাংলাদেশের এ খাতকে আরো শক্তিশালী এবং সফল দেখতে চায়। এটি করতে হলে এ খাতের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা, মালিক ও বিদেশি ক্রেতাদের একযোগে কাজ করতে হবে। সরকারিভাবেও সহযোগিতার হাত বাড়াতে হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রতিটি কারখানায় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা বলার সুযোগ থাকা দরকার। শ্রমিকদেরও তাদের অধিকার এবং দায়িত্ব জানা দরকার।
তিনি বলেন, ‘আমি অনেক মালিকের সঙ্গে কথা বলেছি। রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা বেড়েছে। কারখানাগুলো এজন্য কাজ করেছে। শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ করতে এদেশের পোশাক মালিকদের ইচ্ছার ঘাটতি নেই। শ্রমিকদেরও এজন্য এগিয়ে আসতে হবে।

এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, পোশাকের গুণগত মান এবং কর্ম পরিবেশের উন্নয়ন হলে ক্রেতাদের সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হবে। তখন ক্রেতারা ভালো দাম না দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন না।

সংবাদ সম্মেলনে উন্নয়ন সংস্থা সলিডারিটি সেন্টারের সিপিডি এ্যালানজো গ্লেন সুজান এবং আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক নাজমা আক্তার বক্তব্য দেন। এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও পিসিডব্লিউএস নামের আরেকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।