গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন তারা।
এসময় তারা বলেন, খুনিদের আবাসস্থল বাংলাদেশ হতে পারে না।
আগামী দিনের রাজনীতি হবে সব মানুষ, সব ধর্ম ও বাংলাদেশের পক্ষের মানুষের। জাতীয়তাবাদী যুবদল অবস্থান নেয় মিরপুর -১০ এ। পরে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন।
আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তবে বিএনপির কর্মসূচি ঘিরে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দলটির নেতারা বলেছেন, ধানমন্ডি ৩২ ঘিরে তাদের কোন কর্মসূচি নেই আজ।


















































