শিরোনাম :
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ Logo সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান: ভারতীয় মদসহ একজন গ্রেফতার Logo বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার Logo সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প Logo রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ Logo বই মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার পাচ্ছেন জয়ন্তী ভৌমিক Logo সহপাঠীদের সাথে পুকুরে সাঁতার শিখতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু Logo রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প Logo সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

নতুন করোনাভাইরাস, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে কৌশল ঠিক করতে আজ বুধবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কীভাবে করোনার এই নতুন ধরণকে মোকাবিলা করা যায়, তার কৌশল ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে ডব্লিউএইচওর সদস্যদের এ বৈঠকে। তথ্য বিনিময়ে সহায়তার উদ্দেশ্যেই এই বৈঠক বলে জানান ডব্লিউএইচওর এক মুখপাত্র।

এক টুইট বার্তায় ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেন, আরো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখাই শ্রেয়।

করোনার নতুন ধরন নিয়ে অতিরিক্ত ভয়ের কিছু নেই বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটির মতে, মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি। করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে ডব্লিউএইচও।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ–নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত।

এদিকে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার পর দেশটির সাথে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। শিথিল করা হয়েছে বিমান, রেল এবং সমুদ্র পথে চলাচল। তবে যুক্তরাজ্য থেকে যারা ফ্রান্সে ঢুকবেন তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

ব্রিটিশ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দুয়েকদিনের মধ্যে ট্রাক চালকদের করোনা পরীক্ষা সম্পন্ন হবে। আক্রান্ত না হলে তারা ফ্রান্সে ঢোকার অনুমতি পাবেন।

শুধু ফ্রান্স নয়, ইউরোপের বাকি দেশগুলোসহ প্রায় অর্ধশত দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে কড়াকড়ি শিথিল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রয়োজনে করোনা পরীক্ষা বা সেলফ আইসোলেশনের শর্ত দিয়ে হলেও প্রবেশের অনুমতি দেয়া উচিত বলে মত সংস্থাটির। তবে অতি জরুরি না হলে ভ্রমণে নিরুৎসাহিত করেছে তারা।

নতুন ধরণের এই করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে। আগেরটির তুলনায় নতুন এই ভাইরাস ছড়ানোর হার ৭০ শতাংশ বেশি। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

করোনার নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন।

জার্মান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, নতুন ধরনের করোনার বিরুদ্ধে এখনকার টিকা কার্যকর। ডব্লিউএইচও জানায়, টিকার কার্যকারিতার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব আছে কি না, তা নির্ধারণের মতো যথেষ্ট তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ

নতুন করোনাভাইরাস, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

নিউজ ডেস্ক:যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে কৌশল ঠিক করতে আজ বুধবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কীভাবে করোনার এই নতুন ধরণকে মোকাবিলা করা যায়, তার কৌশল ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে ডব্লিউএইচওর সদস্যদের এ বৈঠকে। তথ্য বিনিময়ে সহায়তার উদ্দেশ্যেই এই বৈঠক বলে জানান ডব্লিউএইচওর এক মুখপাত্র।

এক টুইট বার্তায় ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেন, আরো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখাই শ্রেয়।

করোনার নতুন ধরন নিয়ে অতিরিক্ত ভয়ের কিছু নেই বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটির মতে, মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি। করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে ডব্লিউএইচও।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ–নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত।

এদিকে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার পর দেশটির সাথে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। শিথিল করা হয়েছে বিমান, রেল এবং সমুদ্র পথে চলাচল। তবে যুক্তরাজ্য থেকে যারা ফ্রান্সে ঢুকবেন তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

ব্রিটিশ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দুয়েকদিনের মধ্যে ট্রাক চালকদের করোনা পরীক্ষা সম্পন্ন হবে। আক্রান্ত না হলে তারা ফ্রান্সে ঢোকার অনুমতি পাবেন।

শুধু ফ্রান্স নয়, ইউরোপের বাকি দেশগুলোসহ প্রায় অর্ধশত দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে কড়াকড়ি শিথিল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রয়োজনে করোনা পরীক্ষা বা সেলফ আইসোলেশনের শর্ত দিয়ে হলেও প্রবেশের অনুমতি দেয়া উচিত বলে মত সংস্থাটির। তবে অতি জরুরি না হলে ভ্রমণে নিরুৎসাহিত করেছে তারা।

নতুন ধরণের এই করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে। আগেরটির তুলনায় নতুন এই ভাইরাস ছড়ানোর হার ৭০ শতাংশ বেশি। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

করোনার নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন।

জার্মান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, নতুন ধরনের করোনার বিরুদ্ধে এখনকার টিকা কার্যকর। ডব্লিউএইচও জানায়, টিকার কার্যকারিতার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব আছে কি না, তা নির্ধারণের মতো যথেষ্ট তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।