ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২৫

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সরাইল থানা পুলিশ অন্তত একঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের সমর্থকদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা দুইদলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ক্রয় সূত্র যমুনা টিভ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২৫

আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সরাইল থানা পুলিশ অন্তত একঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের সমর্থকদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা দুইদলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ক্রয় সূত্র যমুনা টিভ