২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৩৩ : স্বাস্থ্য অধিদপ্তর

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭১৫ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৩ হাজার ১৩১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবে ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৮৭টি। এ পর্যন্ত দেশে মোট ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৭১৯ জন ও নারী এক হাজার ৪০৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৩৩ : স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭১৫ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৩ হাজার ১৩১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবে ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৮৭টি। এ পর্যন্ত দেশে মোট ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৭১৯ জন ও নারী এক হাজার ৪০৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।