দুই কোটি টাকা আত্মসাৎ,ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের বরখাস্তকৃত কর্মকর্তাদের গতিবিধি সন্দেহজনক,ব্যাংক কর্মকর্তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রনী ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুস সাদাত জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন কালীগঞ্জ থানায়। শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপক নাজমুস সাদাত। কিন্তু শনিবার তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

সাধারণ ডায়েরীতে ব্যাংকটির ব্যবস্থাপক নাজমুস সাদাত উল্লেখ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী মোঃ আজির আলীকে কৃষি ঋণ বিতরণে জালিয়াতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গত ২২/০৬/২০২০ তারিখে শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। অত্র শাখাতে যোগদানের পর তার নজরে কৃষি ঋণ বিতরণে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পরবর্তীতে ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয় হতে তদন্ত টিম এসে কৃষিঋণ বিতরণে অনিয়ম খুঁজে পায় এবং ওই রিপোর্টের ভিত্তিতে উপরোল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরথাস্ত করা হয়। বরখাস্তকৃত কর্মকর্তাদের কিছু গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে যা তাহার নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। গত ২৯ সেপ্টেম্বর বরখাস্ত কৃত আবদুস সালামের বিশ^স্ত সহযোগী সন্ধ্যার পর শাখার সম্মুখে অবস্থান নেয় এবং তার গতিবিধির উপর নজর রাখে। এ কারণে তিনি জীবনের নিরাপত্তার জন্য কালীগঞ্জ থানায় জিডি করেছেন।

জিডি নং ১৩৩৫। বরখাস্তকৃত ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী আজির আলী। তিনি আরো উল্লেখ করেছেন, আবদুস সালাম তার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের লেখালেখি করছে যেটা তার নিরাপত্তা ও সম্মানের জন্য হুমকি স্বরুপ। যেহেতু ঝিনাইদহ থেকে কালীগঞ্জ এসে অফিস করতে হয় সেহেতু এই পথে তিনি চরমভাবে নিরাপত্তার অভাব বোধ করছেন। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই কোটি টাকা আত্মসাৎ,ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০

কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের বরখাস্তকৃত কর্মকর্তাদের গতিবিধি সন্দেহজনক,ব্যাংক কর্মকর্তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রনী ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুস সাদাত জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন কালীগঞ্জ থানায়। শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপক নাজমুস সাদাত। কিন্তু শনিবার তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

সাধারণ ডায়েরীতে ব্যাংকটির ব্যবস্থাপক নাজমুস সাদাত উল্লেখ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী মোঃ আজির আলীকে কৃষি ঋণ বিতরণে জালিয়াতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গত ২২/০৬/২০২০ তারিখে শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। অত্র শাখাতে যোগদানের পর তার নজরে কৃষি ঋণ বিতরণে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পরবর্তীতে ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয় হতে তদন্ত টিম এসে কৃষিঋণ বিতরণে অনিয়ম খুঁজে পায় এবং ওই রিপোর্টের ভিত্তিতে উপরোল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরথাস্ত করা হয়। বরখাস্তকৃত কর্মকর্তাদের কিছু গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে যা তাহার নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। গত ২৯ সেপ্টেম্বর বরখাস্ত কৃত আবদুস সালামের বিশ^স্ত সহযোগী সন্ধ্যার পর শাখার সম্মুখে অবস্থান নেয় এবং তার গতিবিধির উপর নজর রাখে। এ কারণে তিনি জীবনের নিরাপত্তার জন্য কালীগঞ্জ থানায় জিডি করেছেন।

জিডি নং ১৩৩৫। বরখাস্তকৃত ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী আজির আলী। তিনি আরো উল্লেখ করেছেন, আবদুস সালাম তার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের লেখালেখি করছে যেটা তার নিরাপত্তা ও সম্মানের জন্য হুমকি স্বরুপ। যেহেতু ঝিনাইদহ থেকে কালীগঞ্জ এসে অফিস করতে হয় সেহেতু এই পথে তিনি চরমভাবে নিরাপত্তার অভাব বোধ করছেন। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।