সীমান্তের কাছে নদীতে মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফেনীর পরশুরাম পৌর শহরের ভারত সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মৃত দুই সহোদরের নাম করিম (২৭) ও স্বপন (২৪)। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে রোববার ভোরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হতে পারে ধারণা করছে স্থানীয়রা। নিহত করিম ও স্বপন পরশুরাম পৌর শহরের উত্তর গুথুমা খারিজ কোনা এলাকার কালাধন সরকারের ছেলে।

বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে করিম ও স্বপন মাছ ধরতে বের হন। বাড়ির কাছেই সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান করিম ও স্বপন। পরে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে লাশ পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর রসুল আহমদ মজুমদার স্বপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

পরশুরাম মডেল থানার ওসি মো: শওকত হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকায় লাশ দুটি উদ্ধারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সীমান্তের কাছে নদীতে মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

নিউজ ডেস্ক:

ফেনীর পরশুরাম পৌর শহরের ভারত সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মৃত দুই সহোদরের নাম করিম (২৭) ও স্বপন (২৪)। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে রোববার ভোরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হতে পারে ধারণা করছে স্থানীয়রা। নিহত করিম ও স্বপন পরশুরাম পৌর শহরের উত্তর গুথুমা খারিজ কোনা এলাকার কালাধন সরকারের ছেলে।

বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে করিম ও স্বপন মাছ ধরতে বের হন। বাড়ির কাছেই সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান করিম ও স্বপন। পরে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে লাশ পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর রসুল আহমদ মজুমদার স্বপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

পরশুরাম মডেল থানার ওসি মো: শওকত হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকায় লাশ দুটি উদ্ধারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।