শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৭-০৭-২০
উভয় দেশের ব্যবসা বানিজ্যকে জোরদার করার লক্ষে ভারতীয় সরবরাহকৃত ১০ টি ব্রডগেজ ”গ্রান্ট” লোকোমোটিভ (ট্রেন ইন্জিন) গতকাল সোমবার দর্শনা আন্তর্জাতীক রেলস্টেসন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ৬ সদষ্যের ভারতীয় প্রতিনিধি দলটি ওই দিন বিকাল সারে ৩টায় দর্শনা রেল স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ের ৮ সদস্য প্রতিনিধি দলের কাছে ১০টি ব্রডগেজ গ্রান্ট লোকোমোটিভ হস্তান্তর করেন।
রেলওয়ের পশ্চিমজোন কর্মকর্তা জানালেন বাংলাদেশ রেলওয়েতে নতুনভাবে ভারত থেকে আমদানিকৃত কোচ সমুহের দারা যাত্রীবাহি ট্রেন পরিচালনা এবং ভারতীয় পন্য পরিবহনের চাহিদার প্রেক্ষিতে ওইদেশ থেকে লিজ/হায়ার হিসেবে কিছু লোকোমোটিভ সংগ্রহের উদ্দ্যেগ নেয়া হয়। সে হিসেবে গত ৩/৯/২০১৯ তারিখ বাংলাদেশের রেলপথ মন্ত্রি ভারতীয় রেলপথ মš্রীÍর আমন্ত্রনে ভারত ভ্রমন করেন। গত ৬ আগস্ট ২০১৯ নয়াদিল্লিস্থ রেলভবনে উভয় দেশের ব্যবসা বানিজ্যর জোরদার করনের লক্ষে লোকোমেটিভ সরবরাহের জন্য আলোচনা হয়। বাংলাদেশেরে মাননীয় প্রধান মনত্রী শেখ হাসিনা কতৃক ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর কালে উভয় দেশের প্রধানমনত্রীর দেয়া যৌথ্য বিবৃতির অনুচ্ছেদ ২৭ অনুযায়ী ভারতীয় রেলওয়ে কতৃক বাংলাদেশ রেলওয়ে কে লোকোমেটিভ”গ্রান্ট” হিসাবে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়, সে মোতাবেক গত ২১ জুলাই ২০২০ তারিখ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পেক্ষিতে গতকাল সোমবার ২৭ জুলাই সরবরাহকৃত ভারতীয় ১০টি ব্রডগেজ লোকোমোটি (ট্রেন ইন্জিন) ভারতের গেদে-দর্শনা আন্তর্জাতীক রেলস্টেসন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফুলে ফুলে ভরিয়ে তোলা সাজানো গোছানো লোকোমোটিভটি দর্শনা আন্তর্জতীক রেলস্টেনে পৌছানোর সাথে সাথে ভারতীয় প্রতিনিধি দলকে বাংলাদেশে রেলওয়ে প্রতিনিধি দল ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় চুয়াডঙ্গা ২- আসনের সংসদ সদস্য হাজি আলি আজগর টগর, বাংলাদেশ রেলওয়ের জি এম (পশ্চিম) মিহির কান্তি গুহ,অতি: মহা-পরিচালক (রেলভবন) মনজুর উল আলম চৌধুরি, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান যনত্র প্রকৌশলী মো: কুদরোতই খোদা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পাকশি) মো: আসাদুল হক, চিফ সুপারিনটেনডেন্ট মো: শহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রশাষক মো: নজরুল ইসলাম সরকার,পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুন্সুর বাবু,দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান।
৬ সদষ্যের ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে কলকাতা ট্রাফিক ইন্সপেক্টর (ইন্জিন) অশোক কুমার বিশ^াস সহ ৫জন নেতৃত্ব দেন। ভারত থেকে লোকোমোটিভ আসার আগে দর্শনা আন্তর্জাতীক রেলস্টেনে উভয় দেশের রেল পথ মন্ত্রী ও পর রাস্ট্র মন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সন্ধার পর লোকোমোটিভ গুলো ঢাকার উদ্দ্যেশ্য রওনা হবার কথা রয়েছে।