পুলিশের মাদকবিরোধী প্রচারণা, ওসি আবু জিহাদ খানের হুশিয়ারি

0
18
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিউজ ডেস্ক:

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি দেশের শত্রু-জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সর্বাত্বক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই ধারাবাহিকতার আলোকে চুয়াডাঙ্গা পুলিশ তথা জেলা পুলিশ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিবে। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোন না কেন, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোন না কেন, মাদকের সঙ্গে যুক্ত থাকলে আপনি চুয়াডাঙ্গা থেকে পালিয়েও বাঁচতে পারবেন না। গতকাল শনিবার পুলিশের মাদকবিরোধী প্রচারাভিযানে এসব কথা বলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। এ সময় তিনি আরও বলেন, ‘যারা মাদকের পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা মাদক ছাড়ুন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। তা না হলে আপনি পুলিশের হাত থেকে পালিয়ে থাকতে পারবেন না।’ চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান ও প্রচারণা অভিযান চালানো হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে পুলিশ বিশাল গাড়িবহর সহকারে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থনে অভিযান ও প্রচারনা অভিযান চালানো হয়। এ সময় তিনি মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপর উল্লেখিত কথাগুলো বলেন। অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবিরসহ চুয়াডাঙ্গা পুলিশের একঝাক চৌকশ অফিসারের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী ফোর্স।