করোনা : চুয়াডাঙ্গায় নতুন ফলাফলের ৩১টিই নেগেটিভ

0
17

১৪৪ রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন
নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন ৩১টি ফলাফলই নেগেটিভ। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৩১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৬৭টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২১ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ২৬ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ১১ জনের, জীবননগর উপজেলা থেকে ৯ জনের নমুনাসহ সংগৃহীত ৬৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় সর্বশেষ গত রোববার এক বিজিবি সদস্য, দুই পুলিশসহ নতুন ৪ জন করোনা শনাক্ত হয়। রোববার জেলা সিভিল সার্জন অফিস ৮৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং ৮০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ (গতকাল সোমবার) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ৩১টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। ৩১টি নেগেটিভ ফলাফলই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৭০০টি, প্রাপ্ত রিপোর্ট ১৫৬৪টি, পজিটিভ ১৪৪টি, নেগেটিভ ১৪২০টি, সুস্থ ৮৮ ও মৃত্যু ১।